1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গেম অফ থ্রোনস যদি ভারতে হতো

২৪ আগস্ট ২০১৭

গেম অফ থ্রোনস নিয়ে নতুন করে বলার কিছু নেই৷ এইচবিওতে প্রচারিত এই টিভি সিরিজ এরই মধ্যে জয় করে নিয়েছে বিশ্বজুড়ে অসংখ্য দর্শকের হৃদয়৷ কিন্তু সিরিজটি যুক্তরাষ্ট্রে না হয়ে যদি ভারতে নির্মাণ হতো, কেমন হতো? দেখে নিন নিজের চোখেই৷

https://p.dw.com/p/2igHA
Screeshot Facebook- GoT India
ছবি: Facebook

টিভি সিরিজের পোকা যারা, তাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে৷ আর তা হলো – পৃথিবীতে দু'ধরনের মানুষ আছে, যাঁরা গেম অফ থ্রোনস দেখেছেন এবং যাঁরা দেখেননি৷ ফলে যখন এই টিভি সিরিজটির সিজন সাত চলছে, তখন তা ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকবে, এটাই স্বাভাবিক৷

কিন্তু এই তুমুল জনপ্রিয় ছবিটি যদি ভারতের কোনো টেলিভিশন চ্যানেলের জন্য নির্মাণ হতো, তাহলে কেমন হতো?

সেই উত্তর সবার সামনে হাজির করেছে দ্য ইন্ডিয়ান ইডিয়ট নামের এক ফেসবুক পেজ৷ আর এর জন্য বেছে নেয়া হয়েছে গেম অফ থ্রোনসের সপ্তম সিজনের সবশেষ প্রচারিত ষষ্ঠ এপিসোডের একটি অংশ৷ ‘কিং ইন দ্য নর্থ' জন স্নো-র সাথে মৃতদের সেনাবাহিনী হোয়াইট ওয়াকার এবং তাদের রাজা নাইট কিংয়ের সাথে যুদ্ধের দৃশ্যকে করা হয়েছে প্যারোডি৷

নাইট কিং ড্যাইনেরিস টার্গারিয়েনের এক ড্রাগনকে বর্শা ছুঁড়ে মেরে ফেলে৷ প্যারোডিতে মূল দৃশ্য ঠিক রাখা হলেও বদলে দেয়া হয়েছে ছবির সিকোয়েন্স৷ ভারতের অনেক জনপ্রিয় টিভি সিরিজের মতো, একই চরিত্রের চেহারা দেখানো হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে৷ শাহরুখ খানের অভিনয় করা চাক দে ইন্ডিয়া চলচ্চিত্র থেকে একটি সংলাপ কেটে বসিয়ে দেয়া হয়েছে জন স্নো-র স্বগতোক্তি হিসেবে৷

আরও চমক রয়েছে৷ মূল দৃশ্যে না থাকলেও ড্রাগন মারা যাবার পর যোগ করা হয়েছে ড্রাগনগুলোর ছোটবেলায় টার্গারিয়েনের সাথে কিছু স্মৃতি ও সংলাপ৷ তৈরি করা হয়েছে ভারতীয় সিরিজ ও বলিউডের সিনেমার আদলে ফ্ল্যাশব্যাক৷ সাথে আরেক জনপ্রিয় টিভি সিরিজ ‘কিউকি সাস ভি কভি বহু থি' থেকে জুড়ে দেয়া হয়েছে একটি গান৷

ফ্ল্যাশব্যাকের পরপরই আসে প্রতিশোধের পালা৷ যুদ্ধের দামামা ও মন্ত্রের সাথে জন স্নো ঝাঁপিয়ে পড়েন হোয়াইট ওয়াকারদের ওপর৷

Game of Thrones - Weißer Wanderer
ছবি: picture alliance/dpa/J. Kalaene

২১ তারিখ ফেসবুক পেজে আপলোড করা হয়েছে ভিডিওটি৷ এরই মধ্যে চার কোটি বারেরও বেশি দেখা হয়েছে এই ভিডিও৷ লাইক করেছেন প্রায় এক লাখ দর্শক, শেয়ার হয়েছে ৬০ হাজারের বেশি৷

আরো প্রায় ৬০ হাজার মন্তব্যকারীর বেশিরভাগই করছেন মজার মজার মন্তব্য৷ একজন তো বলেই ফেললেন, ভারতে তৈরি হলে গেম অফ থ্রোনস চলতো অন্তত এক হাজার সিজন৷

এডিকে/ডিজি

আপনার সবচেয়ে পছন্দের টিভি সিরিজ কোনটি? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান