1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল বাঁচালো কুকুর

১১ ডিসেম্বর ২০১৮

আর্জেন্টিনায় ফুটবল খেলা চলছিল ডেফেন্সোরেস ডি বেলগ্রানো এবং ইউভেন্টুড ইউনিডার মধ্যে৷ তবে দুই দলের ২২ খেলোয়াড়ের কেউ নন, ম্যাচের নায়কে পরিণত হয়েছে এক কুকুর৷ ‘অবিশ্বাস্য ক্ষিপ্রতায়' কুকুর ফুটবলারই জয় করেছে সবার মন৷

https://p.dw.com/p/39piw
Screenshot Youtube Fußball Argentinien Hund
ছবি: YouTube/ESPN UK

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট প্রায় শেষের দিকে৷ এরই মধ্যে ৩ গোল খেয়ে বসেছে ইউভেন্টুড৷ কিন্তু প্রতিপক্ষের জালে একবারও বল জড়াতে পারেনি তারা৷

শেষ মুহূর্তে বেলগ্রেনোর গোলকিপারের ভুলে এসেছিল সে সুযোগ৷

প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে গোলকিপার ব্রায়ান লেয়ান্দ্রো অলিভেরা বলে শট নিতে গেলে সামনে দাঁড়িয়ে থাকা ইউভেন্টুডের এক খেলোয়াড় পা বাড়িয়ে দেন৷ তাঁর পায়ে লেগে বল দ্রুত গতিতে ছুটছিল গোলপোস্টের দিকে৷ ডি বক্সের ভেতরে বল ঠেকানোর জন্য কেউ নেই৷

স্বাভাবিক সময়ে হয়তো নিশ্চিত গোল ধরে নিয়ে আনন্দে মেতে উঠতে পারতো ইউভেন্টুড৷ কিন্তু তা হতে দিলো না এক নেড়ি কুকুর৷ হঠাৎই দেখা গেল গোলপোস্ট লক্ষ্য করে কুকুরটিকে ছুটে আসতে৷ শুধু তাই নয়, বল গোললাইন পেরোনোর ঠিক আগ মুহূর্তে শরীর দিয়ে আটকে দিল বল৷

খেলার অন্যসব দিক বাদ দিয়ে কুকুরের কাণ্ড নিয়েই মেতে উঠেছেন দর্শকরা৷ শুধু তাই নয়, অনলাইনে শেয়ার হওয়ার পর কুকুরটি রীতিমতো সেনসেশনে পরিণত হয়েছে৷কেউ কেউ কুকুরটিকেই ম্যাচসেরা ঘোষণার দাবিও তুলেছেন৷

ইএসপিএন ইউকের ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া ভিডিওটি দেখা হয়েছে প্রায় দুই লক্ষ বার৷

এডিকে/এসিবি