1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোল-লাইন প্রযুক্তির ব্যাপারে এএফসি প্রেসিডেন্টের সমর্থন

১২ আগস্ট ২০১০

এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম, গোল-লাইন প্রযুক্তি ব্যবহার এবং অতিরিক্ত রেফারি সহযোগিতার বিষয়ে তাঁর সমর্থন দিয়েছেন৷

https://p.dw.com/p/OlNh
এশিয়ান ফুটবল কনফেডারেশন

ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বা ফিফা'র প্রধান সেপ ব্ল্যাটারের সম্ভাব্য উত্তরসূরী হাম্মাম এই প্রসঙ্গে বলেছেন, প্রস্তাবটি বেশ উন্নয়নমূলক৷

ফিফা'র নির্বাহী কমিটির সদস্য বিন হাম্মাম এএফপি-কে বলেন, বল কোথায় যাবে, কোথায় যাবে না এই ব্যপারটি ব্যাখ্যা করার জন্য অবশ্যই একটা প্রযুক্তি থাকা উচিত৷ আর খেলা সম্প্রচারের জন্য স্টেডিয়ামে যে শতশত ক্যামেরা থাকে, তা থেকেও বেশ কিছু সুবিধা পেতে পারি আমরা৷

বিন হাম্মাম বলেন, রেফারির ভুল হয়েছে বলে অনেক সময়ই অভিযোগ তোলা হয়, যা রেফারির জন্য দূর্ভাগ্যজনক৷ তবে একটি ম্যাচে দুজন অতিরিক্ত রেফারি থাকার বিষয়টি যদি আমরা চিন্তা করি, তাহলে রেফারিদের সিদ্ধান্ত নেয়া এবং বিচারের ক্ষেত্রেও তা সহায়ক হবে৷ তিনি বলেন, গোল-লাইন টেকনোলজি এবং দুজন অতিরিক্ত রেফারি বহু ইস্যুর সমাধান দিতে পারে৷

এর আগে ফিফা প্রধান ব্ল্যাটার বলেন, গোল-লাইন প্রযুক্তির বিতর্কিত ইস্যুটি আগামী অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল আ্যসোসিয়শন বোর্ডের এক বৈঠকে আলোচনা করা হবে৷ তাঁর কথায়, দুজন অতিরিক্ত সহযোগি রেফারি ব্যবহারের পক্ষে সমর্থন বাড়ছে৷

গত মৌসুমের ইউরোপা লীগে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল৷ এবং চলতি বছর চ্যাম্পিয়ন্স লীগে এই পদ্ধতি ব্যবহার চেষ্টা করা হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ