1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোয়েন্দাদের নতুন হাতিয়ার: ফেসবুক, গুগল আর্থ

৩১ মার্চ ২০১০

প্রথম ঘটনাটি এক ‘গ্যাংস্টার’ তরুণীর৷ ফেসবুকে বিধ্বংসী ম্যাক-১০ মেশিনগান হাতে নিয়ে ছবি দিয়েছিল সে৷ শখ ছিল গ্যাংস্টার হবার৷ সেই নিশ্চিত কর্মের খানিক বাদেই পুলিশ হানা দেয় তার ম্যানচেস্টারের বাড়িতে৷

https://p.dw.com/p/Miii
ফাইল ফটোছবি: Google Earth

খুঁজে পায় তার সঙ্গে রাখা একটি গুলিভর্তি রিভলভার৷

এরপরের ঘটনা খুব আকর্ষণীয় নাও হতে পারে৷ কারণ তরুণীটির কপালে জুটেছে তিন বছরের কারাবাস৷ আর তার ছেলে বন্ধু, যে কিনা অস্ত্রটি তাকে দিয়েছিল রাখবার জন্য, তার জেল হয়েছে পাঁচ বছরের৷ অবশ্য আদালতে তরুণী বলেছিল, চাপের কারণে বন্ধুর অস্ত্রটি লুকাতে বাধ্য হয়েছিল সে৷ কিন্তু একথা খুব একটা আমলে আনেনি আদালত৷ কারণ ফেসবুকের ছবিগুলোতে অস্ত্র হাতে বেশ সুস্থ এবং সাবলীলই লাগছিল তাকে৷ আর অপ্রিয় হলেও সত্য এসব ছবি আদালতের বিবেচনায় এসেছে প্রমাণ হিসেবে৷ শুধু তাই নয়, এই অস্ত্র লুকিয়ে রাখার জন্য ৩০০ পাউন্ডও নাকি নিয়েছিল সেই ব্রিটিশ তরুণী৷

দ্বিতীয় ঘটনাটি মার্কিন মুলুকের ফ্লোরিডার৷ একটি আঠারো ফুট লম্বা নৌকা অবৈধভাবে ভুল জায়গায় ফেলার দায়ে আটক হয়েছেন এক ব্যক্তি৷ এধরণের একটি নৌকা বৈধভাবে ফেলে দিতে চাইলে, মানে কেউ যদি সেটি আর ব্যবহার না করে আবর্জনার মতো নষ্ট করতে চায় তাহলে খরচ মাত্র ১৮ মার্কিন ডলার৷ কিন্তু আটক বেচারার এখন পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা এবং পাঁচ বছরের বেশী হাজতবাসের শাস্তি হতে পারে৷

মার্কিন মুলুকের আইনে এই কুকর্মটি করেও কিন্তু আপাতভাবে বেঁচে গিয়েছিলেন পেনসাকোলার সেই ভদ্রলোক! কিন্তু তাকে ধরিয়ে দিল গুগল আর্থ৷ খুলেই বলি ঘটনাটি: ফ্লোরিডার এক উপ পুলিশ কর্তা খুজঁছিলেন অবৈধভাবে ফেলা দেয়া নৌকাটি৷ এজন্য তিনি সাহায্য নেন গুগল আর্থের৷ সেখানে ঘাঁটতে ঘাঁটতেই পেনসাকোলার ২৫ কিলোমিটার উত্তরে নৌকা সদৃশ কিছু একটা দেখতে পান তিনি৷ এরপর সশরীরে গিয়ে পেয়ে যান নৌকাটি৷

দেখলেন তো, ফেসবুক, গুগল আর্থের মতো প্রযুক্তি বা এপ্লিকেশনগুলো আজকাল গোয়েন্দাদের কাজকর্ম এভাবেই সুলভ করে দিতে শুরু করেছে৷ সুতরাং অসাধুরা সাবধান!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী