1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গো টু কলেজ'

১৫ ডিসেম্বর ২০১৫

পড়াশোনা করতে আর কার ভালো লাগে? কিন্তু ছেলেবেলা থেকে ঐ যে একটা কথা আমরা শুনে আসছি না – ‘পড়াশোনা করে যে, গাড়িঘোড়া চড়ে সে'৷ অর্থাৎ জীবনে উন্নতি করতে হলে পড়াশোনা ছাড়া আর গতি নেই৷ আর সে কথাই এবার বললেন খোদ মিশেল ওবামা৷

https://p.dw.com/p/1HN4A
Washingon Michelle Obama tanzt
ছবি: Getty Images/M. Wilson

হ্যাঁ, স্কুল শেষ করা ছেলে-মেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজনীয়তার কথা এবার একটা মজাদার ইউটিউব ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফার্স্ট লেডি'৷ মজাদার বলছি কেন? সেটা ভিডিও-টা দেখলেই বুঝতে পারবেন৷

কি, দেখলেন তো? ওবামা-পত্নী কেমন ব়্যাপ করতে পারেন, কেমন নাচতে পারেন?

মনে আছে হীরক রাজার শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘‘ওরা যত পড়ে, তত জানে, তত কম মানে৷'' কিন্তু মিশেল ওবামা তো আর হীরক রাজার স্ত্রী নন৷ তিনি হয়ত সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী৷ আর তাই তো তিনি উচ্চশিক্ষার, মানে কলেজে যাওয়ার অপরিসীম গুরুত্বের কথা পৌঁছে দিতে চান সবার কাছে৷ তিনি জানেন শিক্ষা একটি জাতির মেরুদণ্ড৷ মানবসভ্যতার সুষম বিকাশ, লালন ও কর্ষণের একমাত্র বাহন হলো শিক্ষা৷ উচ্চশিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি ও ক্রমোন্নতি যে সম্ভব নয়৷

ডিজি/এসবি

ভিডিও-টি কেমন লাগলো? এবার কলেজ যাওয়া নিয়ে কোনো বায়না নেই তো? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান