1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসকে সহায়তা করবে ইইউর দেশগুলো

১১ ফেব্রুয়ারি ২০১০

আর্থিক দুর্দশা এবং তার পরবর্তী ধর্মঘটে অচল গ্রিসকে সাহায্য করতে এগিয়ে আসতে চায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো৷ ইইউর বর্তমান সভাপতি দেশ স্পেনের পক্ষ থেকে তেমন কথা বলা হয়েছে বুধবার৷ বলা হচ্ছে এই সহায়তায় নেতৃত্ব দেবে জার্মানি৷

https://p.dw.com/p/LySJ
ইউরোজোনের দেশগুলোর সহায়তা দরকার গ্রিসেরছবি: AP Graphics

গ্রিসের পাশে প্রতিবেশীরা

মোট সাড়ে ১২ শতাংশেরও বেশি বাজেট ঘাটতির কবলে পড়ে চরম দুর্দশায় পড়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ গ্রিস৷ ইইউ ইতিমধ্যে গ্রিসকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ঘাটতির পরিমাণ চার শতাংশ কমিয়ে আনতে৷ এই লক্ষ্য মেটাতে গ্রিসের সরকার ইতিমধ্যে ব্যয় কমিয়ে আনার ঘোষনা দিয়েছে যার পরিণতিতে এখন সর্বাত্মক ধর্মঘটে অচল গোটা দেশ৷ এই অবস্থায় গ্রিসকে উদ্ধারে এগিয়ে এসেছে তার প্রতিবেশী সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো৷ ইউরো চালু আছে অর্থাৎ ইউরোজোনের দেশগুলো ইতিমধ্যে গ্রিসের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে৷ বুধবার স্পেনের প্রধানমন্ত্রী জোসে লুইস রড্রিগুয়েজ জাপাতেরো জানিয়ে দিয়েছেন গ্রিসের পাশে রয়েছেন তাঁরা৷

George Papandreou in Davos
গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রেউছবি: AP

স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের গ্রিসকে সমর্থন করতে হবে, এটা স্পষ্ট৷ এবং ইউরোপ এবং ইউরো গ্রুপকেই এটা করতে হবে৷' উল্লেখ্য, ইউরোজোনের ১৬টি দেশের অর্থ মন্ত্রীদের নিয়ে গঠিত ইউরোগ্রুপ৷ জাপাতেরো আরও বলেন, ‘স্পেন অবশ্যই গ্রিসকে সহায়তা করবে৷’ প্রসঙ্গত, পর্তুগাল, আয়ারল্যান্ডের মত স্পেনও এই মুহুর্তে খুব একটা ভালো অবস্থায় নেই৷

সহায়তার আগে থাকছে জার্মানি

এদিকে, গ্রিসের অবস্থা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলন চায় জার্মানি এবং ফ্রান্স৷ সেখান থেকে গ্রিসের সহায়তার জন্য একটি ঐক্যবদ্ধ ঘোষণা আসুক তাই চায় দেশ দুটি৷ এক ফরাসি কূটনীতিকের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ অর্থাৎ সহায়তা কিভাবে করা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা চায় বার্লিন এবং প্যারিস, খবরের মূল বিষয় হচ্ছে সেটি৷ এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে গ্রিসকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে সবার আগে থাকছে জার্মানি৷ ম্যার্কেল সরকারের বিভিন্ন সূত্রে একাধিক সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে৷ ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইইউর কাঠামোর মধ্যেই গ্রিসকে সহায়তা দেওয়া হবে এবং তাতে নেতৃত্ব দেবে জার্মানি৷ তবে এই সংক্রান্ত সম্মেলনের আগে কোন ধরণের আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জার্মান সরকারের কর্মকর্তারা৷

Athen Flughafen Streik
ধর্মঘটের কারণে এথেন্সে নাগরিকদের ভোগান্তিছবি: AP

ইউরোর দাম কমছে

এদিকে, ইউরোজোনের দেশ গ্রিসের সর্বাত্মক ধর্মঘট এবং আর্থিক দুর্দশার পরিপ্রেক্ষিতে ইউরোর বাজারে ধাক্কা লেগেছে৷ বার্তা সংস্থাগুলো জানায়, বুধবার ডলারের বিপরীতে ইউরোর দাম কমে গেছে৷ অন্যদিকে ইয়েনের বিপরীতে ডলারের দাম বাড়ছে৷ বোঝা যাচ্ছে গ্রিসের বর্তমান সংকট যদি দ্রুত মেটানো সম্ভব না হয় তাহলে আন্তর্জাতিক বাজারে ভুগতে হবে ইউরোজোনের অন্যান্য দেশগুলোকেও৷ ইতিমধ্যে সে ইঙ্গিত দিয়ে নিউইয়র্কের আইএনজি ক্যাপিট্যাল মার্কেটের ম্যানেজার জন ম্যাককার্থি বলেছেন, ‘গ্রিস থেকে কোন ইতিবাচক খবর না আসলে ইউরো নিচের দিকে নামতে থাকবে৷’ অর্থাৎ গ্রিস এখন কেবল নিজের নয়, গোটা ইইউর জন্য দায় হয়ে পড়েছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সাগর সরওয়ার