1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসে সফল ধর্মঘট, সংঘর্ষের খবর

২৫ ফেব্রুয়ারি ২০১০

গ্রিসে বুধবার পালিত হলো শ্রমিক ইউনিয়নগুলোর ধর্মঘট৷ গত অক্টোবর গ্রিসে মধ্য বাম সরকারের ক্ষমতা গ্রহণের পর এটাই সবচেয়ে বড় জাতীয় ধর্মঘট৷ ধর্মঘটের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

https://p.dw.com/p/MAQo
স্থবির সবকিছুছবি: AP

একাধিক বার্তাসংস্থা জানিয়েছে, সংঘর্ষের সূত্রপাত হয় এথেন্সে৷ সেখানে ৫০ জন তরুণের একটি প্রতিবাদী দল সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়৷ এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে আরো অনেক প্রতিবাদকারী৷ ফলে তাদেরকে ছত্রভঙ্গ করতে কাদাঁনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ৷ এসময় প্রতিবাদকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে এবং ভাঙ্গচুর চালায়৷ এই ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন বলে প্রকাশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ প্রতিবাদকারীকে আটক করে পুলিশ৷ গ্রিসের অন্যান্য শহরেও বিছিন্নভাবে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

Griechenland Finanzkrise Steiks und Demonstrationen in Athen Flash-Galerie
পুলিশ প্রতিবাদনকারী সংঘর্ষছবি: AP

গ্রিসে শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা ধর্মঘট বেশ ভালোভাবেই পালন করা হয়েছে৷ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পৌর দপ্তর, হাসপাতাল, স্কুল, ব্যাংক এবং কলকারখানার শ্রমিকরা সহ প্রায় ৩০ লাখেরও বেশি কর্মী বুধবারের এই দেশব্যাপী ধর্মঘটে যোগ দেয়৷ ফলে কয়েক'শ বিমানের উড়াল বাতিল হয়েছে এবং পুরো গ্রিসের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে গেছে৷ ধর্মঘটে সামিল ছিল সাংবাদিকরাও৷ গ্রিসের এক রেডিও স্টেশন বিষয়টিকে জানিয়েছে এভাবে, ৯৮৪ জন সাংবাদিক এবং কারিগরি কর্মী ধর্মঘটে অংশ নেয়৷ সরকারের বেতন কমানো কিংবা বাড়তি সুযোগ সুবিধা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা৷ যারা এই বাজেট ঘাটতির জন্য দায়ী নয়, তারা ভুক্তভোগী হতেও আগ্রহী নয়৷

গ্রিসের বর্তমান বাজেট ঘাটতির মাত্রা ১৩ শতাংশ৷ এই ঘাটতি কমিয়ে আনতে দেশটির উপর চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন৷ জানিয়েছে, চলতি বছরের মধ্যেই গ্রিসকে বাজেট ঘাটতির মাত্রা কমপক্ষে ৪ শতাংশ কমাতে হবে৷ আর ২০১২ সালের মধ্যে আর্থিক অবস্থাকে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক অবস্থায়৷ ফলে গ্রিস সরকার একরকম বাধ্য হয়ে দেশটিতে কঠোর মিতব্যয়িতা পরিকল্পনায় কর বাড়ানো এবং বেতনভাতা কমানোর পরিকল্পনা হাতে নেয়৷ যার প্রতিবাদে শ্রমিক সংগঠনগুলোর এই ধর্মঘট৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়