1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রুপ পর্যায় শেষ, বাঁচা গেল, বলছেন অনেকে

২৬ জুন ২০১০

দক্ষিণ আফ্রিকায় ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্যায় শেষ হল৷ বাকি থাকল ১৬টি দল, যারা এবার নক-আউট পর্যায়ে প্রথমে প্রাক-কোয়ার্টার ফাইনালে খেলবে৷ তবে গ্রুপ পর্যায়ের খেলা এবার মোটামুটি ‘বোর’-ই করেছে, বলা চলে৷

https://p.dw.com/p/O3ls
সুইস ও হন্ডুরান ফুটবলারদের লড়াইয়ের উত্তেজনাপূর্ণ মুহূর্তছবি: AP

এক ঐ গতবারের ভাইস চ্যাম্পিয়ন ফ্রান্সের যাবতীয় কেলেঙ্কারি এবং শেষমেষ অকালে বিদায়, আর সেই সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন ইটালি'র অশ্রুসজল বিদায় ছাড়া৷ ও হ্যাঁ, সেই সঙ্গে নানা ধরণের, মানের এবং মেজাজের রেফারি'ইং৷ স্বয়ং আমন্ত্রণকর্তা দক্ষিণ আফ্রিকার বিদায়, সেটাও বিশ্বকাপের ইতিহাসে নতুন৷ বলতে কি, সুইজারল্যান্ডের কাছে স্পেনের হার; ইংল্যান্ডের কোনোক্রমে আলজিরিয়া'কে ১-০ গোলে হারিয়ে নক-আউট পর্যায়ে পৌঁছনো - এ'সবই তো অঘটন৷ সে তুলনায় জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, স্লোভাকিয়া কি দক্ষিণ কোরিয়া'র মতো দেশই চমক দিয়েছে, বলতে হয়৷

পুরাতন বৈরী

যাই হোক, জার্মানিতে এখন সকলের মাথায় এক চিন্তা এবং মুখে এক কথা: রবিবার প্রাক-কোয়ার্টার ফাইনালে দুই পুরাতন বৈরী জার্মানি এবং ইংল্যান্ড আবার মুখোমুখি হবে৷ স্বয়ং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জি-এইট, জি-টোয়েন্টি শীর্ষবৈঠকে ক্যানাডার টরোন্টোয় গিয়েও ফাঁক খুঁজছেন, কি করে বৈঠক চলাকালীনই খেলাটা দেখা যায়৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও নাকি তাঁর সঙ্গে যোগ দেবেন৷ দু'টি দেশের এই ফুটবল প্রতিদ্বন্দ্বিতা সেই ১৯৬৬ সালে ওয়েম্বলে স্টেডিয়ামে বিতর্কিত গোলটি যাবৎ৷ জার্মানরা ১৯৯০-এর বিশ্বকাপ এবং ১৯৯৬-এর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে হারায় পেনাল্টি শুটআউটে - ইংল্যান্ডের সেটাও একটা ভীতি৷ আর জার্মানদের চিন্তা আপাতত বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর থাই'এর মাসল স্প্রেন আর জেরোম বোয়াটেং'এর পায়ের ডিম নিয়ে৷

Schweiz - Honduras WM Fußball Weltmeisterschaft Flash-Galerie
গোলের সুযোগ হারিয়ে হন্ডুরান সুয়াজো এবং লিয়নের আফসোসছবি: AP

রণাঙ্গণে

অবশ্য কোচ ইওয়াখিম ল্যোভ শোয়াইনস্টাইগারের পায়ে টান ধরার মুহূর্তেই টোনি ক্রোজ'কে মাঠে নামিয়ে বিকল্পের ব্যবস্থা করে রেখেছেন৷ ওদিকে বোয়াটেং'এর জায়গা নেবার জন্য আছে মার্সেল ইয়ানসেন৷ এ্যাটাকে ল্যোভ'এর প্রিয় মিরোস্লাভ ক্লোজে'কে আবার দেখা যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে৷ ওদিকে ফুটবলের উপর বাজি ধরার আদি দেশ ইংল্যান্ডের বুকমেকারদের সর্বাধুনিক তালিকা অনুযায়ী এবার যে ছ'টি দেশের বিশ্বকাপ জেতার সম্ভাবনা, সেগুলি হল: প্রথমে ব্রাজিল, তারপর স্পেন, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং ষষ্ঠ স্থানে জার্মানি৷ এবার দেখবেন, নক-আউট পর্যায়ে এক একটি করে খেলার পর ঐ তালিকা কিভাবে পাল্টায়!

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই