1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরের মধ্যেই বিশ্ব গড়ে তুলেছেন শিল্পী

৫ জানুয়ারি ২০১৮

ভিন্ন সংস্কৃতির স্বাদ পেতে যেমন দেশ ভ্রমণ করা যায়, তেমন সেই সব সংস্কৃতির ছোঁয়া ঘরের মধ্যেও আনা যায়৷ বার্লিনে এক শিল্পী দম্পতি দেশ-বিদেশের নানা সামগ্রী নিয়ে নিজেদের ঘর সাজিয়ে এক অভিনব পরিবেশ গড়ে তুলেছেন৷

https://p.dw.com/p/2qNDr
Laokoon-Gruppe Vatikan
ছবি: Imago

বার্লিন শহরের মাঝে পুরানো এক বাড়ি৷ পায়াম শরিফি সেখানে থাকেন৷ তিনি ইরানীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক৷ শিল্পী হিসেবে গোটা বিশ্বে তাঁর বিচরণ৷ ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি নিজের ফ্ল্যাট সাজানোর প্রেরণা পান৷ বিভিন্ন দেশের শিল্পসামগ্রী ও আসবাবপত্র তাঁর বাসায় শোভা পাচ্ছে৷ প্রত্যেকটি বস্তুর নিজস্ব কাহিনি রয়েছে৷ পায়াম বলেন, ‘‘ঘরের মাঝে এই বস্তুটি এক পোলিশ শিল্পীর হাতে তৈরি ভাস্কর্য৷ তাঁর নাম অস্কার ডাভিৎস্কি৷ ভাস্কর্যের নাম ‘স্পিচ ইজ সিলভার'৷ মানুষের গলার আদলে তৈরি এই সৃষ্টিকর্ম মধ্যযুগীয় শাস্তির প্রতীক৷ সে যুগে ধর্মের অবমাননা বা প্রচলিত মতের বিরোধিতা করলে গলায় রুপো ঢেলে দেওয়া হতো৷''

সাদা দেওয়ালের গাম্ভীর্য ভাঙতে রংয়ের ছোঁয়া দেখা যাচ্ছে৷ আগের রংয়ের স্তর সরিয়ে সিলিং-এর একটা অংশ মুক্ত করে দেওয়া হয়েছে৷ ঘরের মাঝে চেক কিউবিজম শৈলির এক ঝাড়লণ্ঠন শোভা পাচ্ছে৷ পায়াম শরিফি বলেন, ‘‘গত প্রায় ১৫ বছর ধরে আমরা এই বস্তুটি ঘরে আনতে চাইছি৷ ২০০০ সাল নাগাদ প্রাগে প্রথম সেটি দেখি৷ কিন্তু সেটির মূল্য আমাদের সামর্থ্যের বাইরে ছিল৷ তখন আমাদের বাবা-মা নিজেদের জন্য সেটি কিনেছিলেন৷ ১৩-১৪ বছর পর নিজেদের বাড়ির জন্য এমন একটি ঝাড়লণ্ঠন কেনার সামর্থ্য হলো৷''

প্রায় ১০০ বর্গ মিটার বড় ফ্ল্যাটে থাকেন পায়াম শরিফি ও তাঁর স্ত্রী৷ ঘর সাজানোর প্রশ্নে শেষ কথা বলেন স্ত্রী৷ পায়াম বলেন, ‘‘ইনি কাশা, আমার পার্টনার৷ তিনিই গোটা অ্যাপার্টমেন্ট ডিজাইন করেছেন৷ মরক্কো থেকে আনা দরজা দিয়ে কাজ শুরু করেছেন৷ বার্লিনেই কাশা-র এক বন্ধুর কাছে এমন একটা বাড়তি দরজা ছিল৷ সৌভাগ্যবশত আমরা সেটা পেয়েছিলাম৷ এটা দিয়েই ঘর সাজানো শুরু হয়েছিল৷ এই দরজার বৈশিষ্ট্য হলো, এর মধ্যে দিয়ে গেলে যেন অন্য জগতে পৌঁছে যাওয়া যায়৷ আমার সঙ্গে আসুন৷''

শয়নকক্ষের মেঝের টাইলস যেন ভূমধ্যসাগরীয় পরিবেশের কথা মনে করিয়ে দেয়৷ পায়াম শরিফি বলেন, ‘‘আসলে যেন এক মাইক্রোক্লাইমেট সৃষ্টি হয়৷ সবাই জানে, জানালা খুলে রেখে বাতাস বইতে দেবার চেয়ে বন্ধ অবস্থাতেই শীতল পরিবেশ থাকলে ভালো৷ এখানে সেই পরিবেশ আপনাকে মুড়ে দেয়৷''

এশিয়া ও আফ্রিকার নানা বস্তুর সমাহারে বার্লিনের মাঝেই এক ভিন্ন স্বাদের পরিবেশ উপভোগ করা যায়৷ কাঠের চেয়ার, পশম ও হাতে বোনা গালিচা এক অপরূপ আবহ সৃষ্টি করে৷ ফলে শহরের মধ্যেই ভিন্ন স্বাদের রূপ ফুটে ওঠে৷ এই শিল্পী-দম্পতি আরামদায়ক এক বাসা পছন্দ করেন৷ ফ্ল্যাটের প্রাণকেন্দ্র হলো ঘরের কোণে বসার জায়গা, যেটিকে নানা কাজে ব্যবহার করা যায়৷ পায়াম শরিফি বলেন, ‘‘একে বলে তখত৷ আমরা একে নদীর বিছানা বলি৷ ইরানের মতো দেশে নদী, কাফে বা পার্কের কাছে এমন আসবাব দেখা যায়৷ যেখানে অবিবাহিত নারী-পুরুষ সহজে মেলামেশা করতে পারে না, সেখানে এই তখতই তাদের সেই অভিনব সুযোগ দেয়৷''

প্রাচ্যের হাতের কাজের সঙ্গে সমসাময়িক শিল্পের মেলবন্ধনের ফলে অভিনব এক বাসস্থান সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন ধরনের শৈলি একই সঙ্গে দূরের হাতছানি ও ঘরের পরিচিত অনুভূতি এনে দেয়৷ বার্লিনের এক পুরানো বাড়ির মধ্যে বহু সংস্কৃতির মেলবন্ধনে এক শিল্পকর্ম গড়ে উঠেছে৷

ডামলা কাইনাক/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান