1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘরে বসেই ঘুরে দেখুন জাদুঘর

৩ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বের বিখ্যাত সব জাদুঘর দেখতে চান? কিন্তু অর্থাভাব বা সময়ের অভাবে যেতে পারছেন না? আর চিন্তা নেই৷ গুগলের ‘স্ট্রিট ভিউ’ প্রযুক্তি ব্যবহার করে অনলাইনেই বিশ্বের বিখ্যাত গ্যালারিগুলো ঘরে বসেই দেখতে পারেন৷

https://p.dw.com/p/109bx
গুগলের যাদুঘর প্রকল্পছবি: Screenshot Google Art Project

মাউসের এক ক্লিকেই পৌঁছে যেতে পারবেন বিশ্বখ্যাত কোনো গ্যালারিতে৷ কিছুদিন আগেও হয়তো বা একথা বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু বর্তমানে তা সম্ভব হচ্ছে৷ শিল্পপ্রেমী মানুষ ঘরে বসেই মনের সুখে এই রস আস্বাদন করে নিতে পারবেন৷ ধরুন, আপনি বিশ্বখ্যাত কোন জাদুঘরের গ্যালারি ঘুরে দেখতে চান৷ কিন্তু সেখানে গিয়ে ঘুরে দেখতে যে অর্থের প্রয়োজন তা আপনার জমানো অর্থে হয়ে উঠছে না৷ হয়তো বা সময়ও করে উঠতে পারছেন না৷ সোজা নিজের ঘরে স্ক্রিন অর্থাৎ কম্পিউটারের সামনে বসুন৷ কোন্ গ্যালারি ঘুরে দেখতে চান আপনি? অনলাইনে সেই ভেন্যুটি লিখুন৷ তারপরে ব্যবহার করুন গুগলের স্ট্রিট ভিউ প্রযুক্তি৷ ব্যাস পৌঁছে যাবেন সেখানে৷ শুধু তাই নয়, সেখানে সশরীরে উপস্থিত থাকলে আপনি ঠিক যেইভাবে এদিকে ওদিকে ঘাড় ঘুরিয়ে দেখতেন, সেইভাবেই দেখতে পাবেন ঘরে বসেও৷ দারুণ ব্যাপার তাই না?

এই ওয়েব সাইটটি উদ্বোধন করা হলো মঙ্গলবার৷ বিশ্বের নয়টি দেশের শীর্ষস্থানীয় ১৭টি গ্যালারির সঙ্গে গুগলের সহযোগিতা হয়েছে৷ আর এর মাধ্যমেই গুগলের স্ট্রিট ভিউ প্রযুক্তির মাধ্যমে যে কেউ ওয়েব সুযোগ ব্যবহার করে গ্যালারিগুলো ঘুরে দেখতে পারবেন৷ নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্ট, লন্ডনের ন্যাশনাল গ্যালারি এবং মাদ্রিদের রানি সোফিয়া মিউজিয়াম'এর গ্যালারি ঘুরে দেখতে চাইলে লগ-ইন করুন ‘গুগল আর্ট প্রজেক্ট ডটকম'৷ ৪৫০টিরও বেশি শিল্প কর্ম রয়েছে – এইরকম ৩৫০টিরও বেশি গ্যালারি কক্ষ ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা৷

সার্চ ইঞ্জিন গুগলের ভাইস প্রেসিডেন্ট নেলসন ম্যাটোস বলেছেন, ‘‘শিল্পসমৃদ্ধ এইসব ভাণ্ডার ঘুরে দেখার জন্যে শিল্পপ্রেমীদের সম্পৃক্ত করার এটি একটি দারুণ অগ্রগামী পদক্ষেপ৷'' লন্ডনের টেট ব্রিটেন গ্যালারিতে প্রকল্পটির উদ্বোধনের সময়ে সাংবাদিকদের ম্যাটোস বলেন, ‘‘পৃথিবীর যে কোনো জায়গায় বসবাসকারী অসংখ্য মানুষকে শিল্পের স্বাদ নিতে এই প্রকল্প উৎসাহিত করবে বলেই আমরা আশা করি৷''

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা:সঞ্জীব বর্মন