1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় ‘লায়লা’ আছড়ে পড়লো অন্ধ্রপ্রদেশের উপকূলে

২০ মে ২০১০

বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে ‘লায়লা’ নামে আছড়ে পড়লো অন্ধ্রপ্রদেশের উপকূলে৷ স্বাভাবিক জনজীবন প্রায় অচল৷ ত্রাণ ও উদ্ধার কাজে নেমে পড়েছে রাজ্য প্রশাসন৷

https://p.dw.com/p/NSmw
বঙ্গোপসাগর আর এমন শান্ত নেইছবি: picture alliance/Photoshot

প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড় ‘লায়লা' অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিতে আছড়ে পড়লে, সেখানকার স্বাভাবিক জনজীবন প্রায় অচল হয়ে পড়ে৷ আবহবিদদের মতে, এর তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে এখনও উচ্চ সতর্কতা৷

গতকাল থেকে সেখানে চলছে অবিরাম ঝড়বৃষ্টি৷ তাই ট্রেন, বিমান, বাস ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত৷ দক্ষিণ রেলপথের বহু ট্রেন বাতিল করতে হয়, না হয় ঘুরিয়ে দেয়া হয়৷ উপকূলবর্তি জেলাগুলিতে বিদ্যুতের খাম্বা উপড়ে গেলে দেখা দেয় বিদ্যুত সঙ্কট৷ নীচু এলাকাগুলি থেকে প্রায় পঞ্চাশ হাজার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়৷ সমুদ্রের জলোচ্ছ্বাসের উচ্চতা হয় প্রায় আট ফুট৷

Karte Indien Bundesländer Andhra Pradesh Chhattisgarh Orissa deutsch
এখন পর্যন্ত যা অবস্থা তাতে ‘লায়লা’ কিছুটা শক্তি হারিয়ে ঊত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ওড়িষা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাবে

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন৷ কেন্দ্রীয় সরকারের তরফে তিনি এবং কেন্দ্রের জোট সরকারের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী সব রকম সাহায্যের আশ্বাস দেন৷ প্রতিরক্ষামন্ত্রী এ.কে আ্যান্টনি বলেন, নৌ ও সেনা বাহিনী সব রকম সাহায্য দিতে তৈরি৷

ঘূর্ণিঝড় লায়লা সম্পর্কে কলকাতা আবহ বিভাগের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ ডয়চে ভেলেকে বলেন, এখন পর্যন্ত যা অবস্থা তাতে লায়লা কিছুটা শক্তি হারিয়ে ঊত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ওড়িষা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যাবে৷ তীব্রতা কমে যাবার ফলে পশ্চিমবঙ্গের জন্য ভয়ের কিছু নেই৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে৷ বেশি ক্ষতির আশঙ্কা অন্ধ্রপ্রদেশে৷

অনুমান বাংলাদেশের উপকূলভাগেও হয়ত এর কিছুটা প্রভাব পড়তে পারে৷ স্বাভাবিক বর্ষার ওপর এর প্রভাব কী হতে পারে, এর উত্তরে তিনি বলেন, প্রথমতঃ বর্ষা আসতে দেরি আছে৷ বর্ষার গতিপ্রকৃতি সব সময় পালটাতে পারে৷ আবহ বিজ্ঞানে কোন সিস্টেমই ওয়ান ইজ টু ওয়ান রিলেশন হয় না৷ কাজেই দুটোর মধ্যে তুলনা টানা যায়না৷ গত বছর আয়লায় বিঘ্নিত হয়েছিল বর্ষা৷ কারণ তখন বর্ষা স্থলভাগে ঢুকে পড়েছিল৷ প্রতি বছরই এই সময় বঙ্গোপসাগরে সাইক্লোন হয়, এটাই স্বাভাবিক নিয়ম৷ তবে প্রকৃতি সম্পর্কে কেউ শেষ কথা বলতে পারে না৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ