1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘূর্ণিঝড় ফণীতে কৃষকের ক্ষতি কতটা?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ মে ২০১৯

ঘুর্ণিঝড় ফণী প্রাথমিক ধারণার চেয়ে অনেক কম গতিতে বাংলাদেশে আঘাত হানায় প্রাণহানি অনেক কম হয়েছে৷ তবে, কৃষকরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সম্পর্কে নানা তথ্য পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/3Hxav
ছবি: AFP/M.U. Zaman

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে দক্ষিণাঞ্চলের অন্তত ৩৩ কিলোমিটার বেড়িবাধ ভেঙে গেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেসরকারি উন্নয়নসংস্থা ব্র্যাক সূত্রে জানা গেছে৷ আর আড়াই হাজারের মত বাড়িঘরের আংশিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়৷

দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল এই বিষয়ে বলেন, ‘‘এবার সবচেয়ে বড় আশঙ্কা ছিল খুলনা অঞ্চলের ১১ হাজার হেক্টর জমির ধান৷ এখানকার ধানে মাত্র থোরে ফুল এসেছে৷ আশঙ্কা ছিল বাতাসের গতি বেশি হলে ধান হেলে পড়ে মাটির সাথে মিশে নষ্ট হবে৷ আর পানি বেশি হলে তা ডুবে পচে যাবে৷ তবে আমরা খবরই পেয়েছি এর কোনোটিই ঘটেনি৷ ফসল রক্ষা পেয়েছে৷'' 

‘এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে ১৪ জন নিহত হয়েছেন’

ফণীতে ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করতে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ২টি করে কমিটি কাজ করছে৷ জেলা প্রশাসকদের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে, যারা ৩ দিনের মধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসেব দেবে৷ আর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে যে কমিটিগুলো কাজ করছে তারা ক্ষয়ক্ষতির সাথে কি সহায়তা প্রয়োজন তারও হিসেব দেবে৷

প্রসঙ্গত, এই ঘূর্ণিঝড়ে ১৯টি জেলা ঝুঁকির মুখে ছিল৷ এগুলো হলো: ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর৷

তবে কোথাও আশঙ্কা অনুযায়ী ক্ষতি হয়নি বলে একাধিক সূত্র জানিয়েছে৷ তারপরও ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরা এলাকা৷

ব্র্যাকের মানবিক কর্মসূচির পরিচালক সাজেদুল ইসলাম এই বিষয়ে ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে খবর পেয়েছি তাতে ১৪ জন নিহত হয়েছেন৷ ৫০-৬০ জন আহত হয়েছেন৷ আর ঘূর্ণিঝড়ে পানি বেড়ে গেলে যে সমস্যা হয় তা হল বেড়িবাঁধ ভেঙে যায় বা পানি উপচে পড়ে৷ আমরা জানতে পেরেছি উপকূলীয় এলাকার ৩৩ কিলোমিটার এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে৷''

তিনি বলেন, ‘‘আমরা যে খবর পেয়েছি তাতে পটুয়াখালী ভোলা, সাতক্ষীরা এবং বাগেরহাট এলাকায় বাড়িঘর নষ্ট হয়েছে৷ ফসল নষ্ট হয়েছে৷ গবাদী পশুর ক্ষতি হয়েছে৷ যেসব এলাকায় সাইক্লোনের মাত্রা বেশি ছিল, সেসব এলাকায় ক্ষয়ক্ষতির কথা জানতে কাজ করছি৷ প্রকৃত চিত্র জানতে আরো সময় লাগবে৷'' 

ভারত-বাংলাদেশে ফণীর তাণ্ডব

তবে, এর বাইরে সুনামগঞ্জ এলাকায়ও বাঁধ ভেঙে হাওড়ে পানি ঢোকার খবর পাওয়া গেছে৷ এতে ফসলের ক্ষতি হচ্ছে৷ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন) ড. মোহাম্মদ আব্দুল মুঈদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের পূর্ব প্রস্তুতি এবং ঝড়ের তীব্রতা কম হওয়ায় ফসলের তেমন ক্ষতি হয়নি৷ যেসব ধান ৮০ ভাগ পেকেছিল তা আমরা কৃষকদের বলে আগেই কাটিয়ে ফেলেছি৷ আর পাকা ধানসহ কিছু ধান ঝড়ে মাটিতে পড়ে গেলেও ক্ষতি নেই৷ কারণ পানি না হওয়ায় ওই ধানের ক্ষতি হবে না৷ আমাদের হিসাব আসতে আরো দু'একদিন সময় লাগবে৷ তবে কোনোভাবেই শতকরা ১০ ভাগের বেশি ফসলের ক্ষতি হয়নি৷''

অবশ্য বাংলাদেশ সরকারের বরাতে ডেইলি স্টার পত্রিকায় রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ঘূর্ণিঝড় ফণীতে দেড় লাখ একরের বেশি আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা একুশ হাজারের মতো৷ এরমধ্যে ১,৮৩০ একর আবাদী জমি এবং ২,৩৬৩টি ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোর্ডিনেশন সেন্টার’-এর বরাতে জানিয়েছে পত্রিকাটি৷