1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘৃণিত হবার উপলব্ধি

৫ সেপ্টেম্বর ২০১৩

৩৬ বছর আগের একটি ঘটনার কারণে এখনো কষ্ট পাচ্ছেন রোমান পোলানস্কি৷ পোলিশ বংশোদ্ভূত এই ফরাসি পরিচালক ১৩ বছর বয়সি এক মেয়ের সঙ্গে যৌন মিলনের অপরাধের দায় নিয়ে কষ্ট পাচ্ছেন আজও৷ এক সাক্ষাৎকারে সে কথাই বলেছেন তিনি৷

https://p.dw.com/p/19cO6
Roman Polanski Ausstellung im Filmmuseum Landeshauptstadt Düsseldorf Bild: Guy Ferrandis
ছবি: Guy Ferrandis

ঘটনাটা ১৯৭৭ সালের৷ পোলানস্কি তখন হলিউডের বিখ্যাত পরিচালক৷ খ্যাতির শিখরে থাকতেই ‘ফটোশুট' চলার সময় এক কিশোরীর সঙ্গে ‘স্ক্যান্ডালে' জড়ালেন৷ সামান্থা গেমিয়ের নামের মেয়েটির সঙ্গে যৌন মিলনের অপরাধে দীর্ঘদিন সাজা ভোগ করতে হতে পারে – এ কথা জানার পর ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে পালিয়ে যান পোলানস্কি৷ তারপরও রেহাই পাননি৷ ২০০৯ সালে জুরিখ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সুইজারল্যান্ড যাওয়ার পর গ্রেপ্তার করা হয় তাঁকে৷ বৃহস্পতিবার ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে পোলানস্কি জানিয়েছেন, ঘটনার ৩২ বছর পরও তাঁকে অন্য একটি দেশ থেকে গ্রেপ্তার করা হতে পারে এটা তিনি কল্পনাও করেননি৷

Bildnummer: 54343870 Datum: 21.04.2002 Copyright: imago/United Archives KPA59364.jpg DER PIANIST / F/P/D/GB 2002 / Roman Polanski OSCAR 2003 - Bester Hauptdarsteller: ADRIEN BRODY ( Der Pianist ) People Entertainment quer Film Fernsehen Drama
‘দ্য পিয়ানিস্ট' ছবির জন্য অস্কার জিতেছেন তিনি ২০০২ সালেছবি: imago stock&people

যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে সুইজারল্যান্ড সরকার পোলানস্কিকে ঠিকই গ্রেপ্তার করে গৃহবন্দী করে রাখে৷ পোলানস্কির নাকি তখন মনে হয়েছিল, শ্যারন টেট-এর মৃত্যুর কারণে যেভাবে তাঁকে নাজেহাল করা হয়েছিল, এবারও সেরকমই হবে৷ তাঁর সাবেক স্ত্রী শ্যারন টেট খুন হন ১৯৬৯ সালে৷ পোলানস্কি তাঁকে খুন করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছিল৷ তদন্তের পর জানা যায়, অভিনেত্রী শ্যারন টেটকে খুন করেছে দুষ্কৃতকারীরা৷

সেই ঘটনায় নির্দোষ প্রমাণিত হলেও মদ খাওয়ানোর পর কিশোরী সামান্থা গেমিয়েরের সঙ্গে যৌন মিলনর অপরাধে বেশি দিন জেলে না থেকেও রোমান পোলানস্কি শাস্তি পেয়েছেন অনেক৷ ৪২ দিন কারাভোগের পর সাময়িক মুক্তির সুযোগে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন ফ্রান্সে৷ সেখানে থেকে ছবি পরিচালনার কাজও চালিয়ে গেছেন নির্বিঘ্নে৷ ‘দ্য পিয়ানিস্ট' ছবির জন্য অস্কারও জিতেছেন ২০০২ সালে৷ তার সাত বছর পরই সুইজারল্যান্ডে গ্রেপ্তার করা হয় তাঁকে৷ এক বছর গৃহবন্দী থাকার পর অবশ্য মুক্তি মেলে৷ সুইস সরকার জানিয়ে দেয়, পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে দেয়া তাদের পক্ষে সম্ভব নয়৷ ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ৩৬ বছরের পথ পরিক্রমার দীর্ঘ বর্ণনা দিয়েছেন রোমান পোলানস্কি৷ সাক্ষাৎকারটি প্রকাশিত হবে ভ্যানিটি ফেয়ার-এর অক্টোবর সংখ্যায়৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য