1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘোড়ার পিঠে তাসমিনার সাফল্য

১৬ ডিসেম্বর ২০১৬

ফেসবুক না থাকলে তাসমিনার কথা জানা হতো কিনা সন্দেহ৷ বিদেশ বিঁভূইয়ে পত্রিকা পড়ার সুযোগ হয় কম৷ তবে ফেসবুকের নিউজ ফিডে কিছু এলে সেটা মিস করার সুযোগ তেমন হয় না৷

https://p.dw.com/p/2UMsP
এক ঘোড়সওয়ার
ছবি: Getty Images/D. Mouhtaropoulos

ঘোড়ার পিঠে সওয়ার এক বাঙালি মেয়ে ছুটে চলেছে সরু মেঠো পথ ধরে৷ ভিডিওটি প্রথমবার দেখেই চোখ আটকে গিয়েছিল৷ কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো'র ফেসবুক পাতা থেকে প্রকাশিত ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ তাসমিনা হয়ে ওঠে পরিচিত মুখ৷

দশ বছর বয়সি তাসমিনা ঘোড়দৌড়ে অংশ নেয়৷ এতকাল শুধু মানুষের ঘোড়া জিতিয়ে দিয়েছে সে৷ কিছুদিন আগে তাকে নিয়ে প্রথম আলো'র প্রতিবেদনের পর একটি ঘোড়া উপহার পেয়েছে মেয়েটি৷ সেটাকে এখন দিচ্ছে প্রশিক্ষণ৷ ভবিষ্যতে সেই ঘোড়া নিয়েই প্রতিযোগিতায় নামবে সে৷

নওগাঁ জেলার চকসুবল গ্রামের তাসমিনাকে নিয়ে গত বছর একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করা হয়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশে সেটি প্রদর্শিত হচ্ছে৷ বাল্যবিবাহ নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় থাকা বাংলাদেশের এক ভিন্নচিত্র তুলে ধরছেন এই মেয়ে অশ্বরোহী৷ ঘোড়দৌড়ে সে অনায়াসে হারিয়ে দেয় তার চেয়ে বেশি বয়সি পুরুষ প্রতিদ্বন্দ্বীদের৷ উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আরো সামনে এগিয়ে যেতে পারবে সে, উপমা হয়ে উঠতে পারবে তার মতো আরো অনেক মেয়ের কাছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য