1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে ভোট গ্রহণ শান্তিপূর্ণ – গণনা চলছে

১৭ জুন ২০১০

চট্টগ্রাম সিটি করপোরেশনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে৷ এখন চলছে ভোট গণনা৷ এই প্রথম চট্টগ্রামের ১৭টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং হয়েছে৷

https://p.dw.com/p/Ntdz
চট্টগ্রামে ক্ষমতার ভারসাম্য কী হতে চলেছে?ছবি: DW/Kumar Dey

সকাল ৮টায় শুরু হয়ে টানা ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত৷ এখন চলছে ভোট গণনার কাজ৷ এবারই চট্টগ্রাম সিটি নির্বাচনের মাধ্যমে দেশে ই-ভোটিং শুরু হল৷ মোট ৩৭৩টি কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে৷ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও আইন-শৃংখলার অবনতির খবর পাওয়া যায়নি৷ নির্বাচন শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার জেসমিন টুলি জানান, সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন৷

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী ভোট দেয়ার পর জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন৷ অন্যদিকে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুরুল আলম মঞ্জুও জয়ের ব্যাপারে আশাবাদী৷ বিএনপির কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী কয়েকটি কেন্দ্র দখলের অভিযোগ করেছেন৷

মেয়র পদে মোট ১৩ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মহিউদ্দিন চৌধুরী ও মঞ্জুরুল আলম মঞ্জুর মধ্যে৷ ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩৬১ জন৷ ইলেকট্রনিক ভোট কেন্দ্রের ১৭টি কেন্দ্রেরই ফলাফলও পাওয়া গেছে৷ তাতে মহিউদ্দিন চৌধুরী মেয়র পদে এগিয়ে আছেন৷ এই নির্বাচনে ৬৫ থেকে ৭০ ভাগ ভোট পড়েছে৷ মোট ভোটার প্রায় ১৮ লাখ৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন