1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চমকের শেষ নেই পুটিনের কাছে, এবার আইস হকি!

১৭ এপ্রিল ২০১১

আবার চমকে দিলেন পুটিন৷ এর আগে এই একদা ‘লৌহমানব’ কেজিবি-র প্রধান, দারুণ পুরুষালী নেতা ফর্মুলা ওয়ান গাড়ি চালিয়ে, সাঁতার কেটে বা গান গেয়ে চমকে দিয়েছিলেন৷ এবার আইস হকিতে নেমে পড়লেন ফিট পুটিন৷

https://p.dw.com/p/10uuv
ভ্লাদিমির পুটিনছবি: AP

৫৮ বছর বয়স৷ কিন্তু ফিটনেস? যে কোন তাগড়া যুবকের মনে রীতিমত ইর্ষার আগুন জ্বালিয়ে দেওয়ার মত৷ বলছি রাশিয়ার অঘোষিত ঈশ্বর ভ্লাদিমির পুটিনের কথা৷ একদা রাশিয়ার গোয়েন্দাসংস্থা কেজিবি-র প্রধান ছিলেন তিনি৷ পরে দেশের প্রেসিডেন্টের পদ আলোকিত করেছেন সুদীর্ঘকাল৷ তারপর এখন নিয়মের বেড়ার জন্য নিজের হাতে তৈরি মেদভেদেভকে সেই পদ ছেড়ে নিজে প্রধানমন্ত্রীর পদে বসেছেন৷ কার্যত তিনিই এক নম্বরে৷

তো, সেই এক নম্বরে শুধু কী রাজনীতিতেই? অন্য সব ধরণের কাজেও অ্যাডভেঞ্চার প্রিয়, দারুণ উৎসাহী খেলোয়াড়ি ব্যক্তিত্বটা তাঁর বেরিয়ে আসে অনায়াসে৷ যেমন এর আগে ফর্মুলা ওয়ানের গাড়ি চালিয়েছেন এই নেতা৷ ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিতে৷ সমুদ্রের তলায় ডুব মেরেছেন, গানের জলসায় গান গেয়ে রীতিমত চমকে দিয়েছেন আর শনিবারে রাশিয়ার দুই টিন এজ দলের মধ্যে আইস হকির প্র্যাকটিসে নেমে পড়লেন পুরোদস্তুর পোষাক আসাক পরে৷ টানা চল্লিশ মিনিট ধরে খেললেন পুরোদমে৷ তারপর সাংবাদিকদের সামনে এসে হাঁফাতে হাঁফাতে বললেন, ‘এই আইস হকি খেলাটা প্রচন্ড পরিশ্রমের৷ খুব এনজয় করলাম৷'

আসলে সামনের বছরের প্রেসিডেন্ট নির্বাচনে মেদভেদেভের বিপক্ষেই দাঁড়াবেন পুটিন৷ ইঙ্গিত দিয়ে দিয়েছেন৷ এসব আসলে তারই প্রস্তুতি তরুণ প্রজন্মকে আকর্ষণ করতে৷ বলছেন বিশেষজ্ঞরা৷ তবে মেদভেদেভের সঙ্গে কিন্তু সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে পুটিনের তা বোঝা গেছে সাম্প্রতিক অতীতে৷

সেসব যাই হোক৷ পুটিনের এই খেলোয়াড়ি মনোভাব, টানটান শরীর আর দুরন্ত ব্যক্তিত্ব রাশিয়ার মানুষের ওপর একটা জাদুর মত ছড়িয়ে আছে৷ তার ওপর এখন আইস হকি খেলতে নেমে তিনি আরও মানুষের কাছাকাছি পৌঁছে গেলেন৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক