1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুডাম থেকে ঘুরে আসি

বেটিনা বুশ/এআই১ জুলাই ২০১৫

জার্মানির রাজধানীর কুয়রফ্যুয়র্স্টেনডাম বা কুডাম এলাকাটি একসময় ছিল শিল্পী, লেখকদের মিলনকেন্দ্র৷ আর এখন বদলে গেছে অনেক কিছু৷ তবে সেখানে ভিড় কমেনি৷

https://p.dw.com/p/1FqzQ
Berlin - Neues Kranzler-Eck
ছবি: picture-alliance/dpa/Kalaene

কুয়রফ্যুয়র্স্টেনডাম দুই মাইল লম্বা৷ কাইসার ভিলহেল্ম গির্জা থেকে শুরু হয়ে রাটেনাউয়ার প্লাৎস পর্যন্ত এর বিস্তৃতি৷ এই রাস্তার নামকরণ করা হয়েছে ব্রান্ডেনবুর্গ রাজ্যের প্রিন্স ইলেক্টর-এর নামে৷ উনিশ শতকের শেষের দিকে রাস্তাটি বিস্তৃত করা হয়৷

গত শতকের বিশ এবং ত্রিশ দশকে শিল্পী, লেখকদের মিলনকেন্দ্রে পরিণত হয় কুয়রফ্যুয়র্স্টেনডাম৷ তারা রাস্তার বিভিন্ন কফি হাউসে দেখা সাক্ষাৎ করতেন৷ সেগুলোর মধ্যে ক্যাফে ক্রানৎসলার এখনো টিকে আছে৷

বার্লিন যখন বিভক্ত ছিল, তখন পশ্চিমাংশের মানুষদের মিলনস্থল ছিল এটি৷ আর ১৯৮৯ সালের ৯ই নভেম্বর বার্লিন দেয়ালের পতনের পর তৎকালীন পূর্ব জার্মানির অনেকেই প্রথমে এখানে ঘুরতে আসেন৷

এমনকি এখনো বড় কোনো উৎসব উদযাপন করতে এখানে আসেন জার্মানরা৷ জার্মানি বড় কোনো ফুটবল ম্যাচে জিতলে হাজার হাজার সমর্থক এখানে এসে উৎসব করেন৷

মার্টিন ভ্যোল্ফার বার্লিনের বাসিন্দা৷ তাঁর পরিবার গত কয়েক প্রজন্ম ধরে কুডামে থাকেন৷ শহরের সাম্প্রতিক সংস্কারে সন্তুষ্ট তিনি৷ তিনি বলেন, ‘‘সম্প্রতি কুয়রফ্যুয়র্স্টেনডামে বিভিন্ন চত্বরের সংস্কার করা হয়েছে৷ এবং এটা একটা ভালো উদাহরণ৷ ছোট রাস্তা বন্ধ করে দেয়ায় মূল সড়ক এবং সংশ্লিষ্ট ক্যাফে এবং রেস্তোরাঁগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে৷ এবং আমি এটা পছন্দ করি৷''

কুডামের পশ্চিমাংশ বেশ শান্ত৷ এদিকটায় দোকানের সংখ্যা কম, এমনকি সেখানে একটি বাড়ির সামনের অংশ খোলা বাগানও রয়েছে৷ আগে প্রত্যেক বাড়ির সামনে এমন ছিল৷ প্রতি শনিবার লেনিনার প্লাৎসে কৃষকদের বাজার বসে৷ কুডামে বসবাসরত আসল বার্লিনবাসীদের মিলনকেন্দ্র এটি৷

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়রফ্যুয়র্স্টেনডামের চেহারাও বদলে যায়৷ ব্যস্ত কেনাকাটার সড়ক থেকে সেটি রূপ নেয় সাংস্কৃতিক কেন্দ্রে৷ আর তখন পুরনো দিনের কিছুটা স্বাদ পাওয়া যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান