1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন ডেনিস হপার

৩০ মে ২০১০

হলিউডের বিখ্যাত অভিনেতা ডেনিস হপার আর নেই৷ ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে জীবনের মায়া ত্যাগ করেছেন ৭৪ বছর বয়সি অভিনেতা৷

https://p.dw.com/p/NcyA
ডেনিস হপার (ফাইল ফটো)ছবি: AP

শনিবার ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ডেনিস হপার৷ তাঁর এই মৃত্যুতে গোটা হলিউডে নেমে এসেছে শোকের ছায়া৷

দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে হপার অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে৷ ক্যানসাসের একটি খামারে বেড়ে ওঠা এই অভিনেতার অভিনয় জীবনটা শুরু নিউ ইয়র্কের অ্যাক্টর স্টুডিওতে, যেখানে মার্লন ব্র্যান্ডো, মেরিলিন মনরো ও পল নিউম্যানের মত কিংবদন্তীরাও একসময় ছিলেন৷ ১৯৫৫ সালে ‘রিবেল উইদাউট এ কজ' নামে ছবির মাধ্যমে তাঁর পড় পর্দায় অভিষেক ঘটে৷ তবে ১৯৬৯ সালের ‘ইজি রাইডার' ছবিটিই তাঁর ক্যারিয়ারের সেরা হিসেবে ধরা হয়৷ ভিয়েতনামের পটভূমিতে তৈরি ছবিটি ওই সময় ৫০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছিল৷

কেবল অভিনয় নয়, একজন চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন ডেনিস হপার৷ বিখ্যাত চিত্র সংগ্রহের পাশাপাশি ছবি আঁকা এবং ছবি তোলার শখ ছিল তাঁর৷ অস্ট্রিয়ার ‘মিউজিয়াম অফ অ্যাপ্লাইড আর্ট' এ তাঁর আঁকা দুইশ ছবি প্রদর্শিত হয়েছে৷ গত মার্চ মাসে হলিউডে ‘ওয়াক অফ ফেমে'ও তারকা লাভ করেন এই গুনী শিল্পী৷ তবে শেষ পর্যন্ত সবকিছুকে পেছনে ফেলে ইহজগতকে বিদায় জানালেন হলিউডের কিংবদন্তী ডেনিস হপার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই