1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন পপ গানের কিংবদন্তি এডি ফিশার

২৪ সেপ্টেম্বর ২০১০

তাঁর বয়স হয়েছিল ৮২ বছর৷ নাম এডি ফিশার৷ পপ সঙ্গীতে তিনি ছিলেন কিংবদন্তির মতো৷ গত বুধবার তিনি মারা যান৷ আর তাঁর প্রয়াণের এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার৷

https://p.dw.com/p/PLt4
এডি ফিশার (বাম দিক থেকে দ্বিতীয়)ছবি: picture-alliance/ dpa

১৯২৮ সালের ১০ আগস্ট ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন ফিশার৷ ১৯৫০ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত রচনা করেন ‘থিংকিং অব ইউ', ‘ওহ মাই পা পা'-র মতো অসাধারণ সব গান৷ টর্প চার্টে যে গানগুলো ছিল এক্কেবারে প্রথমের দিকে৷ তবে কেবল গান রচনা, সুর দেওয়া কিংবা কন্ঠ দেওয়া ছাড়াও, টেলিভিশনে দারুণ সব অনুষ্ঠান করেছিলেন তিনি৷

ব্যক্তিগত জীবনে তিনি তাঁর চরম উত্থানের সময় পরিণয়সূত্রে আবদ্ধ হন গায়ক-অভিনেত্রী ডেবি রেনল্ডস, এলিজাবেথ টেইলর এবং কনি স্টিভেনস-এর সঙ্গে৷ না, কারও সঙ্গেই তাঁর জীবন দীর্ঘ হয়নি৷ এক কথায় ছাড়াছাড়ি হয়ে গেছে প্রতিবারই৷ তারপরেও দুটি সন্তান তাঁর৷ বলে রাখা ভালো, প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে, তৎকালীন ‘ক্রেজ' এলিজাবেথ টেইলর-এর সঙ্গে সম্পর্কই ছিল সে সময়কার সবচেয়ে বড় আলোচনার বিষয়৷

Hollywood-Legende Debbie Reynolds Kalenderblatt Schauspielerin
গায়ক-অভিনেত্রী ডেবি রেনল্ডসছবি: dpa

কিছুদিন আগে দারুণ অসুস্থ হয়ে পড়েন এই গায়ক৷ একটি অপারেশনও করাতে হয় তাঁকে৷ কিন্তু আর সেরে ওঠেননি তিনি৷ কন্যা তেরিসা ফিশার জানান, যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে তাঁর বাবার মৃত্যু হয়েছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: দেবারতি গুহ