1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন ফল্কসভাগেনের প্রাক্তন প্রধান

Sanjiv Burman২৭ আগস্ট ২০১৯

ফল্কসভাগেনের সাবেক চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী ফ্যার্ডিনান্ড পিয়েশ মারা গেছেন৷

https://p.dw.com/p/3OXoW
Deutschland Haus der Geschichte |
ছবি: DW/M. Reitz

ফল্কসভাগেনের সাবেক চেয়ারম্যান ও সিইও প্রকৌশলী ফ্যার্ডিনান্ড পিয়েশ মারা গেছেন৷ ৮২ বছর বয়সে রবিবার জার্মানির বাভারিয়া রাজ্যের রোজেনহাইমের এক হাসপাতালে তিনি মারা যান বলে জানান তাঁর স্ত্রী৷

অস্ট্রিয়ার ভিয়েনাতে জন্মগ্রহনকারী ফ্যার্ডিনান্ড পিয়েশ ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ফল্কসভাগেনের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন৷ দায়িত্ব পালনের এ সময়টিতেই তিনি প্রতিষ্ঠানটিকে নিয়ে যান নতুন উচ্চতায়৷ বলা হয়ে থাকে যে, পিয়েশের নেতৃত্বে আঞ্চলিকগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফল্কসভাগেন আন্তর্জাতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানে রূপ পায়৷ তবে পিয়েশের প্রতি ফল্কসভাগেনের কৃতজ্ঞতা এখানেই শেষ নয়, কেননা তাঁর নেতৃত্বেই ফল্কসভাগেন গোষ্ঠী ইউরোপের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পায়৷ সিইও হিসেবে নিযুক্ত হওয়ার সময় প্রতিষ্ঠানটির ক্ষতির পরিমাণ ছিল এক বিলিয়ন ডলারেরও বেশি৷ আর সিইও হিসেবে পিয়েশের নয় বছরের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটির লাভের পরিমান দাঁড়ায় প্রায় তিন বিলিয়ন ডলার৷

আসাধারণ এ নেতৃত্বগুণেই পরে প্রতিষ্ঠানটির সুপারভাইসরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং ২০১৫ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন৷ বোর্ডের সদস্যদের সাথে এক অভ্যন্তরীণ কোন্দলে সে বছর তিনি চেয়ারম্যানের পদ ত্যাগ করেন৷

ফ্যার্ডিনান্ড পিয়েশ ছিলেন গাড়ি শিল্পের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ফ্যার্ডিনান্ড পর্শের নাতি৷ পারিবারিকভাবেই তিনি গাড়ি ব্যবসার সাথে জড়িত ছিলেন৷   (50174496)     

আরআর/কেএম