1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চাপ’-এ থাকবে টাইগাররা, জয় অসম্ভব নয়

২৫ ফেব্রুয়ারি ২০১১

চাপ আছে৷ আছে সতর্কতা৷ আছে দায়িত্ব এবং আছে প্রচুর প্রত্যাশা৷ ক্রিকেট বিশ্বকাপের আয়োজকদের অন্যতম বাংলাদেশ৷ আর আজ অনেকটাই মরণ-বাঁচন ম্যাচ বাংলাদেশের জন্য৷ সেই ম্যাচে জেতার পথে কতটা এগিয়ে রয়েছে টাইগাররা?

https://p.dw.com/p/10P9c
জয়ের জন্য মুখিয়ে আছে গোটা জাতিছবি: bdnews24.com

দুশ্চিন্তা ক্যাপ্টেনের মাথায়

যদি পুরানো হিসেবনিকেশ তিনি মাথায় রাখেন, তাহলে থাকবেই দুশ্চিন্তা৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসানকে বলতে শোনা গেছে, ‘আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটা মোটেই একপেশে হবে না৷' পুরনো হিসেব বলছে, বাংলাদেশ ৪ আর আয়ারল্যান্ড ২৷ অর্থাৎ, দুই দলের মোকাবিলায় এখন পর্যন্ত চারবার জিতেছে বাংলাদেশ, আয়ারল্যান্ড জিতেছে দুইবার মাত্র৷ এগিয়ে টাইগাররাই৷ কিন্তু, সেই বিজয়ের হিসেবটাই আবার উল্টে পাল্টে যাচ্ছে, যখন বিশ্বকাপের পরিসংখ্যান এসে পড়ছে৷ সেই পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ০ আর আয়ারল্যান্ড ১৷ ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে হারায় আয়ারল্যান্ড৷ এবারেও তেমনটা হয় কিনা, সেই আশঙ্কা রয়েছে কারো কারো মতে৷ তবে, এবার আয়ারল্যান্ডকে তুবড়ে দেওয়ার মত খেলোয়াড়ি দক্ষতা এবং নিজের মাঠে খেলার সুবিধা, সবই আছে বাংলাদেশ দলের৷

প্রধান অস্ত্র স্পিনের ঘূর্ণি

Flash-Galerie Cricket WM 2011
স্পিনাদের উপর নির্ভর করছে অনেক কিছুছবি: AP

এটাকে বলা যায় ট্রাম্প কার্ড৷ বা মহাকাব্যের ভাষায় ব্রম্ভাস্ত্র৷ আইরিশদের ঠান্ডা করার সবচেয়ে দরকারি হাতিয়ার৷ অধিনায়ক সাকিব আল হাসান নিজে আছেন, আছেন আব্দুর রজ্জাক, আর নাঈম ইসলাম৷ অন্যদিকে আয়ারল্যান্ডের জাতীয় দলে কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাঁরা কিনা ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেন নিয়মিত৷ ফলে চাপ সামলানোর কায়দা তাঁরা জানেন৷ সুতরাং, শুরুর দিকেই যদি রণং দেহি মূর্তি ধরে উইকেট ফেলতে পারেন স্পিনাররা, তাহলেই ধস নামানো সম্ভব আইরিশদের ইনিংসে৷ আর সেটা করতেই হবে, অন্য কোন পথ নেই টাইগারদের৷

প্রথমে ব্যাটিং

ভারতের বিরুদ্ধে ম্যাচটায় টসে জিতেও শুরুতে বোলিং করায় কম সমালোচনা শুনতে হয়নি অধিনায়ককে৷ সাংবাদিক সম্মেলনে অবশ্য অধিনায়ক সাকিবের মত, গত দুদিন তেমন শিশির পড়েনি৷ ফলে টসে জেতার ওপর সবকিছু নির্ভর করছে না৷ তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, যে দলই টস জিতুক, প্রথমে ব্যাটিং করাটাই হবে এই খেলার অন্যতম লক্ষ্য৷ আসল কথা হল, আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপের বাধা টপকানোর পথ পরিষ্কার করতে চাইলে খেলার পরিকল্পনাটা খুব ভেবেচিন্তে করতে হবে বাংলাদেশকে৷ বোলিং পরিবর্তন থেকে শুরু করে বাকি সবকিছুতেই সিদ্ধান্ত নিতে হবে মেপেজুখে৷ কারণ, গোটা দেশ এই বিজয়ের দিকে বড় বেশি আশা নিয়ে তাকিয়ে আছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান