1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চারদিনের সফরে ভারতে ফরাসি প্রেসিডেন্ট সার্কোজি

৪ ডিসেম্বর ২০১০

চারদিনের ভারত সফরের প্রথম পর্বে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি শনিবার ব্যাঙ্গালোরে মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীদের এক সভায় ভারতের অসামরিক পরমাণু কর্মসুচিতে ফ্রান্সের পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন৷

https://p.dw.com/p/QPlY
সার্কোজি, ফ্রান্স, পারমাণবিক, গবেষণা, ইসরো, জাতিসঙ্গ, এসএনজি, কার্লা ব্রুনি, তাজমহল
ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্রের প্রধান কে রাধাকৃষ্ণানের সঙ্গে সার্কোজি, শনিবার৷ছবি: AP

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি তাঁর ভারত সফরের প্রথম পর্বে বিজ্ঞান নগরী ব্যাঙ্গালোরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক অনুষ্ঠানে ভারতের অসামরিক পরমাণু কর্মসূচিতে ফ্রান্সের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, দুষণমুক্ত বিদ্যুৎশক্তি উৎপাদনে এবং পরমাণু শিল্পের বিকাশে ফ্রান্স সর্বদাই ভারতের পাশে থাকবে৷ শুধু তাই নয়, পরমাণু সরবরাহকারী দেশগোষ্ঠী এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তি এবং জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ লাভেও ভারতকে সমর্থন দেবে৷ ১০০কোটিরও বেশি জনসংখ্যার এই দেশকে অপাংক্তেয় করে রাখার কথা ভাবা যায়না৷ পরমাণু বিদ্যুৎশক্তির আওতা থেকে ভারতের বিচ্ছিন্নতার অবসান ঘটাতে চাই বলেন ফরাসি প্রেসিডেন্ট সার্কোজি৷ তবে সেই সঙ্গে তিনি একথাও বলেন, ভারতের পরমাণু দায়বদ্ধতা বিল যেন জেনেভা কনভেশন অনুসারে আন্তর্জাতিক নিয়মবিধি মেনেই করা হয়৷ সভায় উপস্থিত ছিলেন প্রায় ৫০০ বিজ্ঞানী,শিল্পপতি ও ছাত্র৷

সস্ত্রীক আগ্রায় তাজমহল দেখতেও যান সার্কোজি৷ সোমবার সার্কোজি প্রতিনিধিস্তরে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ড:মনমোহন সিং-এর সঙ্গে৷ আলোচনা হবে সন্ত্রাস দমন,আফগানিস্তান ও আন্তর্জাতিক অর্থ সংস্থাগুলির সংস্কার নিয়ে৷ সই হবে দ্বিপাক্ষিক অসামরিক পরমাণু ও মহাকাশ চুক্তি৷ আলোচনা হবে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও৷ মহারাষ্ট্রের জাইতপুরে ফরাসি কোম্পানি আরিভার সহযোগিতায় ১০হাজার মেগাওয়াট দুষণমুক্ত পরমাণু বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে সন্তোষ ব্যক্ত করেন সার্কোজি৷

সার্কোজির সঙ্গে এসেছেন তাঁর পত্নী কার্লা ব্রুনি, সাতজন মন্ত্রী এবং শিল্পপতিদের উচ্চস্তরীয় এক প্রতিনিধিদল৷ এসেছেন প্রায় ১০০জন সাংবাদিক৷ প্রেসিডেন্ট সার্কোজির এটি দ্বিতীয় ভারত সফর৷ দিল্লি থেকে তিনি যাবেন মুম্বাই৷ সেখানে ২৬/১১-এর নিহত পুলিশ কর্মীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন এবং তাজ ও ওবেরয় হোটেলের কর্মীদের সাহসিকতার জন্য পুরস্কৃত করবেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়