1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার নাস্তিক ব্লগারের সঙ্গে আড্ডা

আরাফাতুল ইসলাম২১ নভেম্বর ২০১৫

অপারেশনের ধকল কাটিয়ে তখনও বাইরে ঘোরাঘুরির মতো পর্যায়ে পৌঁছাইনি৷ এর মধ্যেই বনে হাজির বাংলাদেশের আলোচিত চার ব্লগার, অ্যাক্টিভিস্ট৷ কী আর করা, বেরিয়ে পড়লাম তাঁদের সঙ্গে একটি সন্ধ্যা কাটাতে৷

https://p.dw.com/p/1H9zk
Bangladesh Blogger
ছবিতে বাম দিক থেকে আছেন অনন্য আজাদ, মাহমুদুল হক মুন্সী, শাম্মী হক, আরাফাতুল ইসলাম এবং আসিফ মহিউদ্দীনছবি: DW

বাংলাদেশে চলতি বছর খুন হয়েছেন চারজন নাস্তিক ব্লগার, একজন সেক্যুলার প্রকাশক৷ ধারণা করা হয়, মৌলবাদীরা ধর্মীয় উগ্রবাদ নিয়ে লেখালেখির কারণে তাঁদের হত্যা করেছে৷ এ সব হত্যাকাণ্ডের পর সরকারের ভূমিকাও প্রশ্নবিদ্ধ৷ বিশেষ করে ব্লগারদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং ব্লগারদের বলা হয়েছে লেখালেখির ব্যাপারে সতর্ক হতে৷

এ রকম পরিস্থিতিতে নিরাপদে লেখালেখি অব্যাহত রাখতে অনেক ব্লগার, অ্যাক্টিভিস্ট দেশ ছেড়েছেন৷ কেউ কেউ এসেছেন ইউরোপে৷ রবিবার (১৫.১১.২০১৫) সন্ধ্যায় সেই ব্লগারদের কয়েকজনের সঙ্গে দেখা হয় বনে, মানে জার্মানির প্রাক্তন রাজধানীতে৷ আড্ডায় ছিলেন অনন্য আজাদ, শাম্মী হক, আসিফ মহিউদ্দীন, মাহমুদুল হক মুন্সিসহ আরো দু'জন যাঁদের নাম নিরাপত্তার খাতিরে বলা যাচ্ছে না৷ আসিফ জার্মানিতে এসেছেন আগেই৷ বাকি যাঁদের নাম নিলাম তাঁরা জার্মানিতে একেবারেই নতুন, নাম না নেয়াদের একজনও নতুন৷

প্রথমবার ফেসবুকে লাইভ ভিডিও

ব্লগারদের সঙ্গে আড্ডার বেশি খানিকটা অংশ লাইভ প্রচার করেছিলাম ফেসবুকে, দেখেছেন প্রায় চব্বিশ হাজার মানুষ, শেয়ার হয়েছে সাড়ে তিনশ'বার৷ পাঠকদের সুবিধার্থে সেই ভিডিও'র লিংক জুড়ে দিলাম এখানে (প্রথম দু'মিনিট দেখতে একটু অসুবিধা হতে পারে, বাকিটা ঠিক আছে):

আড্ডার শুরুতেই প্রশ্ন করি অনন্য আজাদকে৷ বাংলাদেশে ব্লগারদের উপর হামলার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন ধর্মগ্রন্থের কথা৷ কেননা, সেখানে নাকি লেখা আছে ‘অবিশ্বাসীদের কতল করতে হবে৷' অনন্যকে নিয়ে ডয়চে ভেলে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করে গত জুন মাসে, কেননা উগ্রপন্থিদের সম্ভাব্য 'টার্গেট' হিসেবে তাঁর নাম প্রকাশ হয়েছিল বিভিন্ন জায়গায়৷ পরবর্তীতে জার্মানিতে চলে আসেন তিনি৷

Bangladesh Blogger Asif Mohiuddin
দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন আসিফ মহিউদ্দীনছবি: DW

হামলার ঝুঁকিতে আছেন কারা?

শাম্মী হক শাহবাগ গণজাগরণ মঞ্চের এক পরিচিত মুখ৷ ছোটখাট মানুষটি স্লোগানে স্লোগানে শাহবাগ মুখরিত রাখতেন একসময়৷ তাঁর কাছে জানতে চাই, বাংলাদেশে উগ্রপন্থিদের হামলার লক্ষ্য আসলে কারা? যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারীরা? নাকি ধর্মের সমালোচনাকারী ব্লগাররা? শাম্মী মনে করেন, দুইপক্ষের উপরই হামলার শঙ্কা রয়েছে৷ তবে যাঁরা এখন পর্যন্ত খুন হয়েছেন, তাঁরা সবাই নাস্তিকতার চর্চা করতেন৷ হত্যার হুমকি পেয়েছেন এমন মানুষদের মধ্যে রয়েছেন সেক্যুলার ব্লগার, অ্যাক্টিভিস্টরা যাঁরা শাহবাগ আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত৷

‘ভুয়া হিটলিস্টও' আছে

আসিফ মহিউদ্দীন জার্মানিতে আছেন গত কয়েকবছর ধরে৷ ২০১৩ সালে উগ্রপন্থিদের হামলার শিকার হন তিনি, যদিও প্রাণে বেঁচে যান৷ এরপর কারাভোগ করতে হয় তাঁকে, অসুস্থ অবস্থায়৷ ফেসবুকে এক আলোচিত ব্লগার তিনি৷ তাঁর কাছে প্রশ্ন ছিল হিটলিস্ট নিয়ে৷ ২০১৩ সালে ৮৪ জনের হিটলিস্টের পর আরো অনেক হিটলিস্ট বেরিয়েছে ইন্টারনেটে৷ সেসব লিস্টে প্রায়শই আসিফের নাম থাকে৷ তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত কথিত ‘হিটলিস্টগুলোর' অধিকাংশই ভুয়া৷ কোনো কোনো অ্যাক্টিভিস্ট নিজেদের নাম ‘হিট লিস্টে' না দেখে নিজেদের মতো লিস্ট বানাচ্ছে বলেও জানান তিনি৷ এরফলে যাঁরা আসলেই বিপদের মধ্যে আছেন, তাঁদের ক্ষতি হচ্ছে বলে আশঙ্কা করেন আসিফ মহিউদ্দীন৷

Bangladesh Blogger Ananya Azad
অনন্য আজাদ বলেছেন ব্লগার, অ্যাক্টিভিস্টদের উপর হামলার কারণছবি: DW

বর্তমান সরকার ‘মেরুদণ্ডহীন মানুষের' মতো

মাহমুদুল হক মুন্সীও অত্যন্ত পরিচিত মুখ৷ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনে অগ্রভাগে দেখা গেছে তাঁকে৷ অনেকবার পুলিশের, বিরোধী পক্ষের হামলার শিকার হয়েছেন তিনি৷ এক হাত দিয়েই কী-বোর্ডে ঝড় তোলা এই অ্যাক্টিভিস্ট এখন আছেন জার্মানিতে, দূরে বসেই দেখছেন তাঁদের আন্দোলনের ফসল৷ তাঁর কাছে জানতে চেয়েছিলাম, ব্লগারদের নিরাপত্তা দিতে সরকার ভূমিকা নিয়ে৷ জবাবে মুন্সী আওয়ামী লীগ সরকারের বর্তমান ভূমিকাতে তুলনা করেন ‘মেরুদণ্ডহীন মানুষের' সঙ্গে৷ তিনি মনে করেন, মেরুদণ্ডহীন মানুষ যেমন শক্ত হয়ে দাঁড়াতে পারে না, তেমনি সরকারও ব্লগারদের পাশে শক্ত হয়ে দাঁড়াচ্ছে না৷ বরং বিভিন্ন বক্তব্য দিয়ে প্রকারান্তরে খুনিদের উসকে দিচ্ছে৷

বাংলাদেশের চার ব্লগার, অ্যাক্টিভিস্ট খোলামেলা আড্ডায় বলেছেন আরো অনেক কথা৷ ফেসবুকে ছিল লাইভ প্রশ্ন করার সুযোগ৷ আসিফ মহিউদ্দীন দিয়েছেন প্রশ্নের উত্তর৷ পুরো ভিডিও দেখলে তাই বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে স্বচ্ছ একটি ধারণা পাওয়া যাবে৷

ব্লগারদের কাছে আপনি কি কিছু জানতে চান? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য