1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিকিৎসার জন্য জামিন পেলেন কিরণ

১৯ মার্চ ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানহানির মামলায় আটক ফিফার কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণকে চিকিৎসার জন্য জামিন দেয়া হয়েছে৷ প্রধানমন্ত্রী ক্রিকেটকে ফুটবলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এ মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়৷

https://p.dw.com/p/3FJxi
Mahfuza Akter Kiron
ছবি: Bangladesh Football Federation/Adam Aidil

ফিফা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাউন্সিল সদস্য কিরণ ক্যানসারের রোগী৷ তাঁর আইনজীবী লিয়াকত হোসেন বলেন, ‘‘এপ্রিলের ২ তারিখ পর্যন্ত আদালত তাঁকে জামিন দিয়েছেন, মূলত মেডিকেল গ্রাউন্ডে৷ কারণ, তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন৷''

সম্প্রতি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে৷ স্বৈরতান্ত্রিক উপায়ে এ সরকার চলছে, এমন অভিযোগ করেছেন বিরোধীরা৷ গত ডিসেম্বরের নির্বাচন জিতে আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে৷

কিরণের বিরুদ্ধে মামলা করেছেন ক্রীড়া সংগঠক আবুল হাসান চৌধুরী প্রিন্স৷ তাঁর দাবি, কিরণের মন্তব্য মানহানিকর ছিল৷

মামলায় দোষী প্রমাণিত হলে কিরণকে দু'বছরের জন্য কারাবরণ করতে হতে পারে৷ তাঁর গ্রেফতার এরই মধ্যে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে৷

‘‘ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো অপরাধ নয়৷ মাহফুজা আক্তার কিরণ কেবল নিজের মত প্রকাশের স্বাধীনতার চর্চা করে বলেছিলেন যে, প্রধানমন্ত্রী ক্রিকেটের চেয়ে ফুটবলকে বেশি গুরুত্ব দিচ্ছেন,'' বলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া প্রচারক সাদ হাম্মাদি৷

তিনি আরো বলেন, ‘‘মানহানির মামলার ফলাফল খুব সিরিয়াস যদি না হতো, তাহলে এই মামলাটি নিয়ে হাসাহাসি হতো৷''

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য