1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিড়িয়াখানার স্থাপত্য দর্শকদের মুগ্ধ করছে

১৫ জানুয়ারি ২০১৮

চিড়িয়াখানার পরিবেশ দর্শকদের মনের উপর বিশেষ প্রভাব ফেলে৷ প্রাণীরা তাদের প্রাকৃতিক পরিবেশে থাকলে তাদের দেখে মন ভালো হয়ে যায়৷ এর পেছনে রয়েছে স্থাপত্য সম্পর্কে ভাবনাচিন্তা৷

https://p.dw.com/p/2qqaE
Frankreich Babypanda im Zoo von Saint-Aignan
ছবি: picture-alliance/Zumapress/C. Yichen

বার্লিন চিড়িয়াখানায় এক পান্ডা দম্পতির জন্য আলাদা বাসা তৈরি করা হয়েছে৷ নাম  ‘পান্ডা গার্ডেন'৷ দর্শক ও তাদের মাঝে রয়েছে শুধু কাচের জানালা৷ মেং মেং ও জিয়াও চিং-এর ঘরে এমনকি চৈনিক বাতিও রয়েছে৷ স্থপতি নাতাশা ময়সার এই প্রাণীগুলি দেখে মুগ্ধ৷ প্রাণীগুলির জন্য যে সে এনক্লোজার তৈরি করা হয় নি, রীতিমতো অ্যাপার্টমেন্ট গড়ে তোলা হয়েছে৷ চিড়িয়াখানার গাইড ক্রিস্টিয়ান টল জানালেন, ‘‘গোটা বাড়িটির তিনটি অংশ রয়েছে৷ অর্থাৎ শোবার ঘর, বসার ঘর ও এক বিশাল বাগান৷ সত্যিকারের আরামের মরুদ্যান৷''

দর্শকদের আরামেরও ব্যবস্থা রাখা হয়েছে৷ চিড়িয়াখানা ঘোরার অভিজ্ঞতাকে আরও রোমাঞ্চকর করে তোলাই ছিল উদ্দেশ্য৷ নাতাশা ময়সার বলেন, ‘‘বর্তমান চিন্তাধারা অনুযায়ী চিড়িয়াখানার স্থাপত্যে ঘরে-বাইরে প্রাণীদের থাকার জায়গা পুরোপুরি পরিকল্পনামাফিক তৈরি করা হয়৷ প্রত্যেকটি ঝোপঝাড়, ঘাস, বেড়া ভেবেচিন্তে তৈরি করা হয়৷''

Frankreich Babypanda im Zoo von Saint-Aignan
ছবি: picture-alliance/Maxapp

নাতাশা মনে করেন, নাটকের মঞ্চের মতো চিড়িয়াখানার স্থাপত্যও দর্শকদের দৃষ্টি নিয়ন্ত্রণ করে৷ চিড়িয়াখানা আসলে প্রকৃতি উপভোগের অভিজ্ঞতার বিভ্রম সৃষ্টি করে৷ নাতাশা ময়সার প্রায় ১০ বছর ধরে চিড়িয়াখানার স্থাপত্য নিয়ে গবেষণা করেছেন এবং সে বিষয়ে একটি বই লিখেছেন৷ আসলে তিনি আফগানিস্তান, মালি ও ইয়েমেনের মতো সংকটপূর্ণ দেশে দূতাবাস ভবন তৈরি করেন৷ চিড়িয়াখানাও সেই কাজের কথা কিছুটা মনে করিয়ে দেয়৷ এখানেও স্থাপত্যে কড়া নিরাপত্তার প্রয়োজন রয়েছে৷

কিন্তু চিড়িয়াখানা কি আসলে কারাগার? মানুষ সেভাবে ভাবতে চায় না৷ স্থাপত্য সেই মনোভাব ভুলতে সাহায্য করে৷ নাতাশা ময়সার বলেন, ‘‘কারণ আমরা এনক্লোজারের সীমানায় সৌন্দর্য আনি৷ খাঁচার গরাদ, বেড়া বা সীমানা আর দেখা যায় না৷ তার বদলে পানির পরিখা খোঁড়া হয়েছে৷ সীমানাকেও আমরা সুন্দর করে তুলি৷ আমার মতে, প্রাণীদের এনক্লোজার মোটেই ‘মানবিক' করে তোলা যায় না৷ প্রাণীরা বন্দিই থাকে, আমরা শুধু নাটকীয়ভাবে তাকে সবার সামনে পেশ করি৷''

নাতাশা ময়সার চিড়িয়াখানার স্থাপত্যের ইতিহাস ঘেঁটে দেখেছেন৷ ১৮৪৪ সালে বার্লিন চিড়িয়াখানার সূচনা হয়েছিল জিরাফের এনক্লোজার দিয়ে৷ সে সময়ে ভিনদেশীয় আজব প্রাণী হিসেবে তাদের দেখানো হতো – যেন আরব্যরজনীর কাল্পনিক চরিত্র৷

১৯০০ সালে হামবুর্গ শহরে কার্ল হাগেনবেক গারদহীন চিড়িয়াখানার আইডিয়া নিয়ে আসেন৷ শিকারি প্রাণীদের পাশে ফ্ল্যামিংগো পাখি রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের নাটক শুরু হয়৷ নাতাশা ময়সার বলেন, ‘‘স্বর্গের উদ্যানের একটা ছবির চাহিদা আমাদের মনের মধ্যেই রয়েছে৷ এখানে তাকিয়ে দেখলে শুধু প্রকৃতিই চোখে পড়ছে, স্থাপত্য নয়৷ আমার মনে হচ্ছে, প্রাণীরা ভালোই আছে৷''

জঙ্গলে প্রাণী দেখতে চান? তার জন্য টেলিভিশনে তথ্যচিত্র রয়েছে৷ জঙ্গলের স্বাদ নেবার চাহিদা অবশ্যই রয়েছে৷ কিছু প্রাণী আমাদের হৃদয় গলিয়ে দেয়৷ যেমন ২০০৬ সালে পরিত্যক্ত তুষার ভালুকের ছানা ক্নুট করেছিল৷ দর্শকদের প্রিয় এমন প্রাণীকে কিন্তু খাঁচায় বন্দি রাখা উচিত নয়৷ উন্মুক্ত প্রকৃতিই তাদের জন্য উপযুক্ত৷

ভবিষ্যতের চিড়িয়াখানা কেমন দেখতে হবে? সিঙ্গাপুর ও সেন্ট পিটার্সবার্গ শহরে যে পরিকল্পনা চলছে, তা থেকে সেই আভাস পাওয়া যায়৷

বার্লিন চিড়িয়াখানায় জলহস্তির ভবিষ্যতধর্মী ঘর প্রকৃতির মধ্যেই মিশে যাচ্ছে৷ তবে এ সব নিয়ে প্রাণীরা সম্ভবত মাথা ঘামাচ্ছে না৷

ভানেসা ল্যোভেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান