1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

২৭ মে ২০১০

আজ বৃহস্পতিবার বাংলাদেশের সংবাদপত্রগুলোর প্রথম পাতার দিকে তাকালে দেখা যাবে জঙ্গি সংগঠন জেএমবি সংক্রান্ত সংবাদই পেয়েছে প্রাধান্য৷

https://p.dw.com/p/NY8I
ছবি: AP

ইত্তেফাক, প্রথম আলো, সংবাদ, সমকালসহ বিভিন্ন দৈনিক পত্রিকায় রয়েছে জঙ্গি সংক্রান্ত খবর৷ ইত্তেফাকের খবরে বলা হচ্ছে, জেএমবির কেন্দ্রীয় পর্যায় থেকে মাঠ পর্যায় পর্যন্ত আত্মঘাতী সদস্য তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে৷ অন্যদিকে, প্রথম আলো বলছে, রাজধানীর দক্ষিণ দনিয়ায় জেএমবির আস্তানা থেকে গত রোববার উদ্ধার করা বোমাগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে জঙ্গিরা৷ অন্যদিকে, যুগান্তর বলছে, পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের প্রশিক্ষণের জন্য পার্বত্য চট্টগ্রাম-রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থানে দুর্গম পাহাড়ে একশ একর জমি ক্রয় করেছে জেএমবি৷

বিমান বন্দরে নিরাপত্তা জোড়দাড়

কালের কন্ঠের এক খবরে বলা হচ্ছে, হামলার মতো নাশকতার ঘটনার আশঙ্কা থেকে সরকার দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করছে৷ এর অংশ হিসেবে ১লা জুন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক সশস্ত্র এগারো শ সদস্যের আর্মড পুলিশ মোতায়েন করা হচ্ছে৷

আলোচিত বিষয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন

নানা খবর এখন বন্দর নগরীর এই নির্বাচনকে ঘিরে৷ প্রথম আলো বলছে, চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এম মঞ্জুর আলম সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন৷ বিএনপির দলীয় একাধিক সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, কৌশলগত কারণে মঞ্জুর আলমের যোগদানের খবর আপাতত গোপন রাখা হয়েছে৷ অপরদিকে, ইত্তেফাক জানিয়েছে, আজই চট্টগ্রাম আওয়ামী লীগের বিরোধ অবসানে নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

সংবাদ এই শিল্প সংক্রান্ত এক সংবাদকে প্রধান শিরোনাম করেছে৷ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বরাত দিয়ে এই খবরে বলা হয়েছে, দেশের চিনি শিল্প ও চিনির বাজার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে আছে বলে ক্ষোভ প্রকাশ করেছে কমিটি৷ এই চিনি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে৷ কমিটির রিপোর্টে বলা হয়েছে, দেশে চিনির মোট চাহিদার ৯৩ ভাগই আমদানি নির্ভর৷ বাকি ৭ ভাগ দেশের রাষ্ট্রীয় চিনিকলগুলোতে ভর্তুকি দিয়ে উৎপাদন করা হয়৷ বাংলাদেশ চিনি ঘাটতির দেশ ও চিনি আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয় চিনিকলে উৎপাদিত চিনি বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিএসএফআইসি) কতিপয় কর্মকর্তার যোগসাজশে রপ্তানির নামে সিন্ডিকেটের কাছে বিক্রি করে আবার দ্বিগুণ দাম দিয়ে আমদানি করা হচ্ছে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী