1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চিলির খনিবন্দিদের সান্ত্বনা দিলেন মঙ্গল নভোচারীরা

১৪ সেপ্টেম্বর ২০১০

চিলির খনিতে আটকে পড়া বন্দিদের প্রতি সমবেদনা জানালেন মঙ্গল নভোচারীরা৷ মঙ্গলগ্রহের পরিবেশ কেমন হতে পারে তা পরীক্ষা করার জন্য এই ছয়জন নভোচারী পৃথিবীতে থেকেও পৃথিবী থেকে বিচ্ছিন্ন৷

https://p.dw.com/p/PBWz
নভোচারী,বন্দি,মঙ্গল,পৃথিবী, চিলির খনি,মহাকাশযান, Space, Mars, Chile, Miners, Trapped, Italian, French
এই সেই মহাকাশচারীরা, যাঁরা বিশ্ব থেকে বিচ্ছিন্নছবি: picture alliance/dpa

নভোচারীদের ভলান্টিয়র রোমাইন চার্লস প্যারিসের ইউরোপীয়ান স্পেস এজেন্সি-ইএসএ-এর মাধ্যমে চিলির খনিতে আটকে পড়া বন্দিদের উদ্দেশ্যে বলেছেন, জীবনে যখন আপনারা কোন কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তখন আপনাদের তাদের কথা ভাবা উচিত যাঁরা আপনার মতোই বিচ্ছিন্ন৷ যেমন আমরা৷

মহাকাশযানে আটক এই ছয়জনের মধ্যে একজন ইটালিয়ান, তিনজন রাশিয়ান এবং আরেকজন চীনা ও অন্যজন ফরাসি৷ গত জুন মাসের ৩ তারিখ থেকে মস্কো রিসার্চ ইন্সটিটিউটে একটি নভোযানের মধ্যে বন্দি অবস্থায় আছেন৷ মঙ্গলগ্রহে ৫২০ দিনের অভিযান  তাঁদের শরীরে কেমন প্রভাব ফেলতে পারে তা পরীক্ষা করার জন্য তাঁরা ৫৫০ কিউবিক মিটার আয়তনের এই নভোযানটিতে বসবাস শুরু করেছেন সকলে মিলে৷

Chile Grubenunglück in Copiapo Video Flash-Galerie
খনিগর্ভে আটকে পড়া ৩৩ জন শ্রমিকের একজনের ছবি৷ছবি: AP

সেখানে সেই পরিমাণেই খাবার সঙ্গে নিয়েছেন নভোচারীরা যা খেয়ে  কেবলমাত্র প্রাণধারণ করা যায়৷ বাইরের জগতের সঙ্গে তাঁদের যোগাযোগের মাধ্যম কেবল ই-মেল যা আবার নভোযানের বাইরের বিশ্বে অন্য কোথাও গিয়ে পৌঁছতে ৪০ মিনিট পর্যন্ত সময় নেয়৷  

চার্লস সেই নভোযান থেকে জানিয়েছেন, এই নভোযানে ওঠার আগে তাঁরা কোন না কোন সময়ে জনমানব থেকে বিচ্ছিন্ন থেকেছেন এমন লোকজনের সঙ্গে কথা বলেছেন, তাঁদের অভিজ্ঞতা শুনেছেন৷ তাই এই মহাকাশচারীরা কিছুটা হলেও জানেন পরিচিত পৃথিবী থেকে, প্রিয়মুখেদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা থাকতে কেমন লাগে৷ খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্দেশ্যে মহাকাশচারীদের প্রতিনিধির তাই পরামর্শ, ‘ব্যস্ত সময় কাটান৷ নিজের শরীরের দিকে নজর রাখুন৷'

প্রতিবেদন: জান্নাতুল ফিরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য