1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে চলচ্চিত্র শিল্পের রমরমা ব্যবসা

৩ মে ২০১০

চীনের তরুণ সমাজ দিন দিন সিনেমা দেখার প্রতি ঝুঁকে পড়ছে৷ চীনা তরুণদের এই আগ্রহের ফলে সেদেশের চলচ্চিত্র শিল্পের আকারও দিন দিন চীনা অর্থনীতির মতই বিশাল আকার ধারণ করছে৷

https://p.dw.com/p/NCrG
চীনা ছবি হাউস অফ ফ্লাইং ড্যাগারসছবি: Constantin Film

চীনের চলচ্চিত্র নিয়ন্ত্রণ সংস্থার উপ-পরিচালক লা পিকাং জানিয়েছেন, চলতি বছর চীনা চলচ্চিত্র ১০ বিলিয়ন ইউয়ান বা দেড় বিলিয়ন ডলারের ব্যবসা করতে যাচ্ছে৷ গত বছরের চেয়ে এটা নাকি শতকরা ৬১ ভাগ বেশি৷ মাত্র সাত বছর আগেও চীনে এক বিলিয়ন ইউয়ানের ব্যবসা করেছিল চীনা ছবিগুলো৷ অথচ মাত্র সাত বছরের মাথায় তা ফুলেফেঁপে উঠেছে৷ অবশ্য এর জন্য বিদেশি ছবিগুলোরও অবদান রয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও চীনা ছবিগুলোর আবেদন কিন্তু কম নয়৷ গত বছর মোট আয়ের ৫৬ ভাগ এসেছে চীনা ছবিগুলো থেকে, এমনটি জানিয়েছে চীনা চলচ্চিত্র নিয়ন্ত্রণ সংস্থা৷ উল্লেখ্য, চীনে বিদেশি ছবি প্রদর্শন বৈধ হলেও বছরে ২০টির বেশি নয়৷ এদিকে অস্কারে সফলতা না পেলেও বক্স অফিসগুলোতে ঠিকই সর্বকালের সেরা ব্যবসা সফল ছবি জেমস ক্যামেরনের ‘আভাতার'৷ এর ব্যতিক্রম নয় চীনের বক্স অফিসেও৷ চলতি বছরের শুরুতেই চীনে ১৩০ কোটি ইউয়ানের ব্যবসা করেছে ‘আভাতার' যা চীনা বক্স অফিসে রেকর্ড বলে জানা গেছে৷

Eröffnung der Berlinale 2010 in Berlin
বার্লিনালে চলচ্চিত্র উৎসবে চীনা অভিনেত্রী মোনিকা মোছবি: AP

যুক্তরাষ্ট্রকে একহাত নিলেন পোলান্সকি

অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন খ্যাতনামা পোলিশ পরিচালক রোমান পোলান্সকি৷ মার্কিন কর্তৃপক্ষের বাড়াবাড়ি সত্ত্বেও এতদিন ধরে মুখ বুজে ছিলেন তিনি৷ কিন্তু আর পারলেন না৷ মার্কিন কর্তৃপক্ষ তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য যে চেষ্টা করে যাচ্ছে রোববার এক বিবৃতিতে তিনি তার কঠোর সমালোচনা করলেন৷ সুইস কর্তৃপক্ষের হাতে গৃহবন্দি এই পরিচালক বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ আসলে তাঁকে মিডিয়ার খোরাক বানাতে চাচ্ছে৷ যে ঘটনা ৩৩ বছর আগেই শেষ হয়ে গেছে সে বিষয়ে কোন রায় দেওয়ার ইচ্ছা তাদের নেই৷

Roman Polanski Dreharbeiten zu The Ghost
রোমান পোলান্সকি (ফাইল ফটো)ছবি: dpa

উল্লেখ্য, ১৯৭৭ সালে ১৩ বছর বয়সি এক মেয়ের সঙ্গে যৌনতার জন্য পোলান্সকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্রের আদালত৷ গত সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের জুরিখে তাঁকে এজন্য গ্রেফতার করে সুইশ পুলিশ৷ যদিও ওই ঘটনায় সংশ্লিষ্ট মেয়ে সামাথা গাইমার ইতিমধ্যে পোলান্সকিকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছে এবং অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে৷ কিন্তু মার্কিন আদালত এখনও সেই পরোয়ানা না তুলে ফেলায় এবার মুখ খুললেন ৬৯ বছর বয়সি অস্কার বিজয়ী পরিচালক পোলান্সকি৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই