1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে মার্শাল আর্ট কেন্দ্রে আগুন, মৃত ১৮

২৫ জুন ২০২১

চীনের হেনান প্রদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগে মারা গেলেন ১৮ জন। সকলেই ছাত্র।

https://p.dw.com/p/3vWqH
চীনা কর্তৃপক্ষ এখন ঘটনার তদন্ত করছে। ছবি: picture-alliance/Imaginechina

হেনান প্রদেশ চীনের মার্শাল আর্টের প্রাণকেন্দ্র। এখানেই বিখ্যাত শাওলিন টেম্পল কুং ফু অ্যাকাডেমি আছে। তাছাড়া প্রচুর মার্শাল আর্ট প্রশিক্ষণকেন্দ্র আছে।

এমনই একটি প্রশিক্ষণকেন্দ্রে আগুন লাগে। আগুন পুরোপুরি নেভানো হয়েছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছেন, ১৮ জন মারা গেছেন। ১৬ জন আহত। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

যখন আগুন লাগে তখন মোট ৩৪ জন প্রশিক্ষণকেন্দ্রে ছিলেন। সকলেই ছাত্রছাত্রী। তাদের বয়স সাত থেকে ১৬ বছর। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশিক্ষণকেন্দ্রের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

চীনে অবশ্য ভয়ংকর আগুনে প্রচুর মানুষ মারা যাওয়ার ইতিহাস আছে। শাংহাইতে ২০১০ সালে একটি বহুতলে আগুন লেগে ৫৮ জন মারা গেছিলেন। তবে সব চেয়ে খারাপ দুর্ঘটনা ঘটে ২০০৯ সালের বড়দিনে। লুওইয়ংয়ে একটি ড্যান্স ক্লাবে আগুন লেগে ৩০৯ জন মারা যান।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি)