1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানকে নিয়ে অ্যামেরিকার অস্বস্তি

১৯ এপ্রিল ২০১৭

ক্ষমতায় আসার আগে ইরানের সঙ্গে আন্তর্জাতিক চুক্তির প্রবল সমালোচনা করেছিলেন ট্রাম্প৷ এবার তাঁরই প্রশাসনকে স্বীকার করতে হলো যে, ইরান চুক্তির শর্ত মেনে চলছে৷ তবে হাল ছাড়তে এখনো নারাজ তিনি৷

https://p.dw.com/p/2bShI
ইরান নিয়ে সোচ্চার ট্রাম্প
ছবি: Reuters/l. Jackson

বিতর্কিত পরমাণু কর্মসূচির বিপদ এড়াতে ২০১৫ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছিল৷ লক্ষ্য ছিল, কমপক্ষে ১৫ বছরের মধ্যে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ক্ষেত্রে অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছিলেন৷ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রচারের সময় থেকেই এই বোঝাপড়ার বিরুদ্ধে সোচ্চার ছিলেন৷ এই চুক্তিকে অ্যামেরিকার জন্য বিপর্যয় হিসেবে বর্ণনা করেছিলেন তিনি৷

এমনকি তথাকথিত ইসলামিক স্টেটের বিরুদ্ধে সংগ্রামে ইরানের গঠনমূলক ভূমিকাও মানতে নারাজ তিনি৷ সে দেশের রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ ছড়ানো হচ্ছে বলে ট্রাম্প প্রশাসন অভিযোগ করে চলেছে৷ গত ফেব্রুয়ারি মাসে এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর অ্যামেরিকা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷

চুক্তি অনুযায়ী, ইরান তার শর্ত পূরণ করছে কিনা, তা যাচাই করার বিধান রয়েছে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতি ৯০ দিন অন্তর কংগ্রেসকে সে বিষয়ে জানাতে হয়৷ ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথমবার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করতে বাধ্য হয়েছে যে, ইরান সত্যি এই চুক্তি মান্য করে চলেছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই মর্মে একটি চিঠি লিখেছেন৷

অর্থাৎ পরমাণু চুক্তি সত্যি কাজ করছে, এ বিষয়টি ট্রাম্প প্রশাসনকে স্বীকার করে নিতে হচ্ছে৷ সে ক্ষেত্রে ইরানের উপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা৷ কিন্তু সেই পথে যেতেই চাইছেন না ট্রাম্প৷

টিলারসন লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বে গোটা প্রক্রিয়া নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন৷ অ্যামেরিকার জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত কিনা, তা বিশ্লেষণ করা হবে৷ এ ক্ষেত্রে মার্কিন কংগ্রেসকেও শামিল করা হবে৷ এর জন্য কতটা সময় ধার্য করা হয়েছে, টিলারসন সে বিষয়ে কিছু মন্তব্য করেননি৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য