1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোখে না দেখেই ছবি তোলেন সিলিয়া

২ মার্চ ২০১৮

দৃষ্টিহীনরা পৃথিবীকে কীভাবে দেখেন? দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়েও এক নারী ছবি তোলার শখ ছাড়েননি৷ অন্যান্য ইন্দ্রিয় কাজে লাগিয়ে তিনি জগতের রূপ-রস-বর্ণ-গন্ধ ফুটিয়ে তুলছেন ছবির মাধ্যমে৷

https://p.dw.com/p/2tXbU
Global Ideas Kanarische Kiefer
ছবি: picture-alliance/prisma/W. Allgöwer

সিলইয়া কর্ন দৃষ্টিহীন৷ চোখ দিয়ে আর রং, রূপ বা আলো দেখতে পান না৷ তবে হাত, নাক ও কানের সাহায্যে সে সব চিনতে পারেন৷ সেই অনুভূতির সাহায্যে তিনি নিজের মোটিফ বেছে নেন৷ সিলিয়া বলেন, ‘‘যখন শব্দ, গন্ধ বা আবহের খোঁজে একাই পথে নামি, অথবা পায়ের নীচে অন্য ধরনের পাথরের অস্তিত্ব টের পাই, তখন তার ছবি তুলে ফেলি৷ অথবা পাখির ডাক শুনতে শুনতে মনে হয়, কীভাবে সেটা ধরে রাখতে পারি৷''

ছোটবেলায় তিনি সবকিছু নিজের চোখেই দেখতে পেতেন৷ তখন অনেক ছবি তুলেছেন এবং এঁকেছেন৷ কিন্তু ১২ বছর বয়সে এক গাড়ি দুর্ঘটনার পর দৃষ্টিশক্তি হারানোর ফলে তাঁর জীবন থমকে গিয়েছিল৷ বছর দশেক আগে এক পেশাদারী ফটোগ্রাফার তাঁকে আবার কাজ শুরু করতে উৎসাহ দিয়েছিলেন৷ অন্যান্য ইন্দ্রিয়গুলি কাজে লাগাতে বলেছিলেন৷ সিলইয়া কর্ন বলেন, ‘‘তখন আমি বুঝতে পারলাম, দৃষ্টি থাকা ও দৃষ্টিহীন মানুষের মধ্যে সত্যি একটা জানালা যেন খুলে গেল৷ সেই উপলব্ধির পর আমার মনে আবার কাজ শুরু করার তাগিদ জন্মালো৷ তখন থেকে আমি ছবি তুলে যাচ্ছি৷''

না দেখে ছবি তোলা

দৃষ্টিহীনদের জন্য রং শনাক্ত করার বিশেষ এক যন্ত্রের সাহায্য নেন তিনি৷ শব্দের মাধ্যমে সেই যন্ত্র রং চিনিয়ে দেয়৷ তবে নিজের তোলা ছবি তিনি দেখতে পান না৷ তখন অন্যদের সাহায্য নিতে হয়৷ সিলিয়া বলেন, ‘‘কে বর্ণনা দিচ্ছে, তার উপর অনেক কিছু নির্ভর করে৷ যেমন আমার স্বামী আমাকে এতকাল ধরে চেনেন, যে তিনি জানেন কীভাবে বর্ণনা দিলে আমি বুঝবো, কল্পনা করে নিতে পারবো৷ মনে হয় যেন নিজের চোখেই দেখছি৷''

কোন ছবি প্রদর্শনীতে স্থান পাবে, তিনি নিজেই সেই সিদ্ধান্ত নেন৷ সিলইয়া ঠাট্টা করে বলেন, তাঁর স্বামী তাঁকে মনগড়া কথা বললেও তিনি ঠিক তা ধরতে পারেন৷

সিলইয়া কর্ন জগতকে যেভাবে দেখেন, তাঁর ছবির মাধ্যমে আমরা তার স্বাদ পেতে পারি৷

কিয়ো ড্যোরার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য