1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চোরই কি চোখ খুলে দিল?

Sanjiv Burman৩০ জানুয়ারি ২০১৪

সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখার অভাব নেই৷ আজ থাকছে ‘১৬ কোটি টাকা চুরি’ এবং সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সুদূর প্যারিসে আয়োজিত এক সমাবেশের কথা৷

https://p.dw.com/p/1AzfM
Symbolbild Wohnungseinbruch
ছবি: Fotolia

বাংলাদেশে সিঁদ কেটে ব্যাংক থেকে ১৬ কোটি টাকা চুরির খবর নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে৷ সামহয়্যার ইন ডটকমে বিষয়টি তুলে এনেছেন শামীম সুজায়েত৷ চাঞ্চল্যকর এ ঘটনা তাঁর মনে একটি প্রশ্নের জন্ম দিয়েছে৷ সেই প্রশ্নটিকেই শিরোনামে স্থান দিয়েছেন সুজায়েত৷ তাঁর লেখার শিরোনাম ‘চোরই কি আমাদের চোখ খুলে দিল'৷

সুজায়েত মনে করেন, ‘‘কিশোরগঞ্জের এ ঘটনাটির মধ্য দিয়ে আমাদের চোখ কি চোরই খুলে দিল! যদি তা-ও হয় তাতেও অখুশি হব না, কারণ, এবার হয়ত ভল্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ একই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অভিনন্দন, ঘটনার দেড় দিনের মধ্যেই তাঁরা উদ্ধার করে ফেললেন চুরি যাওয়া টাকা! বেচারা চোর! দেড় বছরেরও বেশি সময় ধরে করা তার (চোর) শ্রম সাধনা কেবল জলেই গেলনা, গোটা জীবনও হয়ে গেল আঁকাবাকা৷ কিন্তু একটি বিষয় নিয়ে খুতখুতানি থেকে গেলো অন্তরে৷ যারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে, অথবা ঠকিয়ে বা প্রতারণার মাধ্যমে এই সোনলী ব্যাংক থেকে হাওয়া করলো হাজার হাজার কোটি টাকা, সেই হলমার্ক তানভীর, বিসমিল্লাহ গ্রুপের হোতারা ধরা পড়ে না সহজে৷ আর গ্রেফতার হলেও ঠিকই জামিনে বেরিয়ে যায় আইনের ফাঁকফোকড় গলে৷ দুঃখজনক হলেও সত্য যারা শেয়ার কেলেঙ্কারির মধ্য দিয়ে পথের ভিখারি বানিয়ে দিল দেশের হাজার হাজার শেয়ার ব্যবসায়ীকে, তাদের কথা আমরা কেউ বলতে পারি না সাহস করে৷''

বাংলাদেশে একের পর এক হিন্দুদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানোর খবর জানিয়েছেন মুঃ গোলাম মোর্শেদ৷ ‘হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে ফ্রান্সে মানববন্ধন' – এই শিরোনামে তিনি জানিয়েছেন, ‘‘বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা মানববন্ধন করেছে৷ সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিদেশে বসবাসরত বাংলাদেশিরা স্তম্ভিত৷ দেশের মতো বিদেশেও এ ঘটনার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে৷ এরই ধারাবাহিকতায় ফ্রান্সে বাংলাদেশিদের সংগঠন চেতনায় বাংলাদেশ প্যারিসে মানববন্ধনের আয়োজন করে৷ ‘সাম্প্রদায়িক হামলা রুখে দাও' স্লোগানকে সামনে রেখে ১৯ জানুয়ারি রোববার প্যারিসের প্লাস দ্য রিপাবলিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য