1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবির মতন সুন্দর গ্রাম গাউসাডাল্যুর

১৩ জুলাই ২০১৮

ডেনমার্কের অন্তর্গত স্বশাসিত দ্বীপপুঞ্জ ফেয়ারো আইল্যান্ড৷ সেখানকার অন্যতম প্রত্যন্ত ও ছবির মতো সুন্দর গ্রাম গাউসাডাল্যুর৷ লোকসংখ্যা ১৮৷

https://p.dw.com/p/31N5s
Färöer Inseln
ছবি: picture alliance/augenklick/GES

তাঁদের একজন গিসলি হারাউনফিয়র্ড৷ একসময় যেখানে ডাকঘর ছিল, সেখানে বাস করেন তিনি৷ ‘‘ডাকপিয়নকে ঐ পাহাড় পেরোতে হত৷ আঁকাবাঁকা পথ ধরে পাহাড়ে উঠে, তারপর নেমে সারভাগোর গিয়ে চিঠি নিয়ে আসতে হত৷ হ্যাঁ, অনেকটা পথ৷ খুবই দীর্ঘ পথ,'' বলেন হারাউনফিয়র্ড৷

২০০৪ সালে পাহাড়ের নীচ দিয়ে একটি টানেল তৈরি করা হয়৷ ফলে ডাকপিয়ন এখন গাড়ি চালিয়ে গ্রামে যেতে পারেন৷ পর্যটকরাও গ্রামের সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে সেখানে যান৷

গিসলি হারাউনফিয়র্ড তাঁর বাড়িতে অতিথিদের স্বাগত জানাতে পছন্দ করেন৷ তিনি তাঁদের ‘ডাকপিয়নের কফি' পানের আমন্ত্রণ জানান – যা একটি পুরনো ঐতিহ্য৷

হারাউনফিয়র্ড বলেন, ‘‘চিঠি আনতে যাওয়ার সময় ডাকপিয়ন কাউকে সঙ্গে করে নিয়ে যেতেন৷ কারণ তাহলে আর পথ হারানোর ভয় থাকত না৷ পরে এই রান্নাঘরে এসে তাঁরা মোজা শুকাতেন, গা গরম করতেন, আর সঙ্গে কফি নিয়ে গল্প করতেন৷ আমার স্ত্রী সেই ঐতিহ্য ধরে রাখতে পছন্দ করে৷''

হারাউনফিয়র্ডের স্ত্রী আন আউটনাসটায়ান, শেষ যিনি ডাকপিয়ন ছিলেন, তাঁর নাতনি৷ তিনি ডেনমার্কের মূল ভূখন্ডে কয়েকবছর টেক্সটাইল ডিজাইনার হিসেবে কাজ করেছেন৷ এখন ঘরে ফিরে তিনি ফেয়ারো আইল্যান্ডের ঐতিহ্যবাহী উল নিয়ে কাজ করছেন৷ আউটনাসটায়ান বলেন, ‘‘এই জিনিসটা এত সুন্দর যে, আমি এটা নিয়ে কাজ করতে চাই৷ অতীতে আমরা সবাই এটা ব্যবহার করেছি৷ আগে যখন এমন পোশাক ছিল না, তখন আমরা এরকম পোশাক পরতাম৷ ফেয়ারো আইল্যান্ডে এমন পোশাক থাকা খুবই ভালো, কারণ, জায়গাটা ঠান্ডা৷ তবে মানুষ এখন আর এটা ব্যবহার করছে না৷ আমি তাঁদের বোঝাতে চাই যে, তাঁরা এটা দিয়ে কী করতে পারে৷''

২০১৬ সালের শেষদিকে হারাউনফিয়র্ডের পরিবার গাউসাডাল্যুরে ফিরে যায়৷ তখন থেকে গ্রামের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে৷ ছোট্ট মায়া গাউসাডাল্যুরে গত ৪৩ বছরে জন্ম নেয়া প্রথম শিশু৷

সেখানে জীবন প্রকৃতির সঙ্গে মিশে থাকে৷ গিসলি হারাউনফিয়র্ডের নিজস্ব একটি প্রকল্প আছে৷ মুরগি নিয়ে কাজ তাঁর৷ হারাউনফিয়র্ড বলেন, ‘‘আসল আইসল্যান্ডিক মুরগি খুবই পুরনো জাতের মুরগি৷ তারা ছোট, তবে ভাল ডিম পাড়ে৷ লক্ষ্য হচ্ছে, এই মুরগি থেকে ফেয়ারোস মুরগির জন্ম দেয়া৷ কারণ ফেয়ারো আইল্যান্ডের বাসিন্দারা তাঁদের আসল মুরগি হারিয়ে ফেলেছেন৷ সম্ভবত ওগুলো, এগুলোর মতোই ছিল, কারণ ভাইকিংরা এমন জাতের মুরগিই ইউরোপ থেকে আইসল্যান্ডে নিয়ে গিয়েছিলেন, এখানেও এনেছিলেন৷ কিন্তু ঐ জাতের মুরগি আর নেই, কিংবা অন্য জাতের সঙ্গে মিশে গেছে৷ তাই আমি সেটা ফিরিয়ে আনতে চাই৷ এটাই আমার লক্ষ্য৷''

যদি তাঁর লক্ষ্য পূরণ হয়, তাহলে হারাউনফিয়র্ড হাঁস ও পুরনো খাদ্যশস্যের জাতও ফিরিয়ে আনার পরিকল্পনা করবেন৷ বাসিন্দাদের তাঁদের মূলে ফিরে যাওয়ার সঠিক জায়গা গাউসাডাল্যুর৷

ইওয়াখিম রাইন্সহাগেন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান