1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছবি এঁকে অভাবী মানুষের পাশে

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৭ সেপ্টেম্বর ২০২০

শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত থাকেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে৷ কোভিড-১৯ রুখতে শুরু হওয়া লকডাউনের আবহে হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া মানুষের প্রকৃত অবস্থা তুলে ধরতে এঁকেছেন একের পর এক ছবি৷

https://p.dw.com/p/3i6B5

এখনও অব্দি তার আঁকা দুটি বই ‘নিরন্ন, কর্মহীন’, এবং ‘খাওয়া না-খাওয়ার বেলা’ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সংগ্রহ করেছেন এক লক্ষ তেরো হাজারেরও বেশি কিছু টাকা৷ এই অর্থ থেকে সাহায্য পৌঁছে গেছে প্রায় একশ জন অভাবে পড়া মানূষের কাছে৷ এই কাজে কৃষ্ণজিতের সঙ্গী ছিলেন মৃণাল নন্দী, তুহিনশুভ্র, সৌম্যেন্দ্রনাথ মন্ডল, কাওসার শেখ ও মিজানুর খান৷