1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃত্যুর মিছিল থেমে নেই

১৭ জুন ২০১৫

সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে৷ গত কয়েক বছর ধরে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছে অনেক মানুষ৷ মৃত্যুর মিছিল থেমে নেই৷ থেমে নেই যুদ্ধও৷ আর সেই যুদ্ধ এড়াতে যারা প্রাণপণ চেষ্টা করছেন, সেই ভুক্তভোগীদের কিছু ছবি পাবেন এখানে৷

https://p.dw.com/p/1FiRB
Flüchtlinge Grenzgebiet Türkei Syrien
ছবি: Reuters/U. Bektas

সিরিয়ায় সর্বশেষ গৃহযু্দ্ধ শুরু হয় ২০১১ সালে৷ সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে অসন্তোষ দ্রুতই সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়৷ সেই বিদ্রোহের পাশাপাশি এখন রয়েছে ‘ইসলামিক স্টেটের' উৎপাত৷ ইতোমধ্যে খেলাফত প্রতিষ্ঠার নামে সিরিয়ার বেশ কিছু অংশ দখল করে নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী৷ তাদের হটাতে আবার লড়াই করছে কুর্দি পেশমার্গা বাহিনী৷ আর সেই বাহিনীর সহায়তায় চলছে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা৷ সবমিলিয়ে সিরিয়া এখন অন্তহীন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে৷ যারা এই যুদ্ধ এড়াতে চান তাদের জীবন সংগ্রাম, শরণার্থী হিসেবে বেঁচে থাকার লড়াই টুইটারে প্রকাশ হচ্ছে মাঝেমাঝেই৷ চলুন দেখা যাক, সেরকম কিছু ছবি৷

উল্লেখ্য, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর মে মাসের শেষের দিকে জানিয়েছে, চল্লিশ লাখের মতো শরণার্থী তাদের কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য নথিভুক্ত হয়েছে৷ সিরিয়ার সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এখন অবধি সতের লাখের মতো শরণার্থী গ্রহণ করেছে তুরস্ক৷ এখনও অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে চলেছেন৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য