1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাইমেঘ: লস এঞ্জেলেসে চলে গেলো লৌহমানব

২১ এপ্রিল ২০১০

কোন একদিন কিশোর কবি সুকান্ত লিখেছিলেন আগ্নেয়গিরি নামক কবিতা... ‘তোমার আকাশে ফ্যাকাশে প্রেত আলো, বুনো পাহাড়ে মৃদু-ধোঁয়ার অবগুণ্ঠন: ও কিছু নয়, হয়তো নতুন এক মেঘদূত৷ উৎসব কর, উৎসব কর– ভুলে যাও পেছনে আছে এক আগ্নেয় পাহাড়...’

https://p.dw.com/p/N1ak
ছবি: AP

সুকান্ত আজ বেঁচে থাকলে কি বলতেন জানিনা৷ কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর নামকরা সব ব্লগাররা কিন্তু এ নিয়ে বেশ সরব৷ নানা কাহিনী আসছে তাদের কাছ থেকে৷ বাংলাদেশের ব্লগাররাও কিন্তু বসে নেই তারাও লিখে চলেছেন৷ কোন কোন ব্লগে এ নিয়ে নবিস দুই একজন কবি কবিতাও লিখে ফেলেছেন৷

নানা সমস্যার জাল বিস্তার করেছে এই আগ্নেয়গিরি থেকে উদগিরিত ছাই৷ বিমান চলাচল এতোটা খারাপ পর্যায়ে নিয়ে যাবে, তা কিন্তু ভাবা হয়নি আগে৷ আর সময়মত উড়াল আকাশে পাখা মেলতে না পারায় যে সমস্যাপুঞ্জের সৃষ্টি হয়েছে, তার কয়েকটি উদাহরণ....

আগামী ২৪ এপ্রিল থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকায় শুরু হবার কথা ছিল শিশুদের পোলিও টিকা খাওয়ানোর অভিযান৷ বিশেষ বিমান যোগে এই সব টিকা নেবার কথা ছিল সেখানে৷ কিন্তু ছাইমেঘ সকল পরিকল্পনায় বাঁধ সেঁধেছে৷ জার্মানি এবং ফ্রান্সের বিমান বন্দর থেকে প্রায় সাড়ে আট কোটি পিস পোলিও টিকাবাহী বিমানগুলো যথাসময়ে উড়তে পারলো না৷ ফলে পশ্চিম ও মধ্য আফ্রিকায় ১৯টি দেশে হয়তো পরিকল্পনা মাফিক শুরু করা যাবেনা এই অভিযান, আশঙ্কা জাতিসংঘের৷

Polio Impfung bei äthiopischem Kind
ছাইমেঘের কবলে পড়েছে আফ্রিকার শিশুদের পোলিও টিকা প্রদান কার্যক্রমছবি: AP Photo

আফগানিস্তানে কর্মরত মার্কিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যারা বেশ অসুস্থ তাদের নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে৷ অবশ্যই বিমান যোগে৷ কিন্তু ছাইমেঘের কারণে এ্যাম্বুলেন্স বিমানকে যেতে হয়েছে ঘুরপথে৷ সময় বেশী খরচ হয়েছে ৮ ঘন্টা৷ আর এতে সবচেয়ে কষ্টে পড়ছেন অসুস্থ সেনা সদস্যরা৷

ছাইমেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে৷ এখনো এই মেঘ কাটেনি৷ অন্যদিকে, আইসল্যান্ডের আগ্নেয়গিরির লাভা উদগিরণ বন্ধ না হলেও ছাই কিন্তু ঠিকই বের হচ্ছে৷ তবে পরিমাণে কম৷ এই ছাই মেঘের কবলে আইরন ম্যান-টু৷ না, এটি সত্যি সত্যিই লৌহমানব নয়৷ এটি একটি সিনেমার নাম৷ কথা ছিল এর প্রিমিয়ার হবে লন্ডনে৷ কিন্তু মঙ্গলবার এর পরিবেশক ও প্রযোজক সংস্থা প্যারামাউন্ট ও মারভেল ঘোষণা করেছে এই উদ্বোধনী প্রদর্শনী লন্ডনে নয় হবে মার্কিন নগরী লস এঞ্জেলেসে৷ তাই আমন্ত্রিত অতিথিদের সোমবার সেখানে ঐ অনুষ্ঠানে যোগ দেবার নিমন্ত্রণ জানিয়ে বলা হচ্ছে, ছাইমেঘ পাল্টে দিয়েছে তাদের অনুষ্ঠানস্থল৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম