ছাগল সুন্দরী | পাঠক ভাবনা | DW | 13.08.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ছাগল সুন্দরী

বাংলাদেশের রাজশাহী থেকে শুভেচ্ছা রইলো৷ আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা ও তথ্যবহুল ওয়েবসাইট ভিজিটার৷ যা দেখে আমার জ্ঞান ...

ভান্ডার সমৃদ্ধ করতে পারছি৷ আপনাদের ওয়েবসাইটে ছাগল সুন্দরী প্রতিযোগিতার অদ্ভুত খবরটি পড়ে খুবই আনন্দ পেয়েছি৷ আশা করছি আগামীতেও এ ধরণের নানা তথ্য ও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ খবর পাবো ডয়চে ভেলে থেকে, ধন্যবাদ৷ মোঃ সালাউদ্দিন ডলার, গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমহুনী, মতিহার, রাজশাহী, বাংলাদেশ৷

আপনাদের সবাইকে জানাই হাকালুকি হাওরে ফোটা শাপলা ফুলের শুভেচ্ছা৷ আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি, খুবই ভালো লাগছে৷ আপনাদের বলছি যদি পারেন তবে জলবায়ু পরিবর্তনের ফলে হাকালুকি অঞ্চলের মানুষের উপর যে বিরূপ প্রভাব পড়ছে, তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করুন৷ বিশেষ করে অসময়ে বন্যা, দীর্ঘ সময় ধরে খরা এসব এখন নিয়মিতই হচ্ছে৷ পিংকু দাস, হাকালুকি, বড়লেখা, বাংলাদেশ৷

গতকাল রাতের অধিবেশনে পাকিস্তান, ইরাক, ভারত ও ঢাকার তরতাজা খবরগুলো এবং ফিচারপর্ব পশ্চিমের জানালায় তদানিন্তন পূর্ব জার্মানির ২০০০কূটনৈতিকের করুণ পরিস্হিতির ওপর সাক্ষাত্কারমূলক প্রতিবেদন আর এই প্রজন্মে ভারতীয় চিত্র শিল্পী আমির খানের ছবি নিয়ে আলোচনা এবং ফরিদা পারভীনের কন্ঠে বাউল গান শুনে আমরা দারুণ খুশি হয়েছি৷ ওয়েব সাইটের সমাজ জীবন বিভাগে লন্ডনের ষ্টক এক্সচেঞ্জে ককো বিষয়ক চমৎকার প্রতিবেদনটি পড়ে দারুণ মুগ্ধ৷

রমজান মাসে সকালের অধিবেশন শুনতে খুব কষ্ট হচ্ছে, তবুও অনুষ্ঠান শুনে যাচ্ছি৷ শ্রোতা বন্ধুদের মতামত আপডেট করার জন্য অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলে একটি সফল প্রচার মাধ্যম তার পাশাপাশি একটি ভালোবাসার নাম৷ নিরপেক্ষ সংবাদ ও তথ্যপূর্ণ অনুষ্ঠানের নাম৷ আমরা এই সত্য উপলব্ধি করে আসছি তিন দশকেরও বেশি সময় ধরে৷ জ্ঞান বৃদ্ধিতে প্রতিটি পরিবেশনা উঁচুমানের৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

পাকিস্তানের বন্যা, বেকহ্যাম বুড়ো হয়ে গেছেন, জনগণনা নিয়ে প্রণববাবুর মন্তব্য, ইরাকে মার্কিন সেনা, লাদেনের সাজা, জার্মানিতে সন্তানের ওপর বাবার অধিকার - কী নেই ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে? তাই আমার মনে হয় পৃথিবীর সব গুরুত্বপূর্ণ খবর জানার একমাত্র দর্পন ডয়চে ভেলে৷ চোখ বন্ধ করে ডয়চে ভেলেকে ভরসা করা যায়৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷