1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়াযুদ্ধ

৭ জুন ২০১৩

যু্দ্ধ চলছে ২৬ মাস ধরে৷ এতদিন প্রতিপক্ষ ছিল বাশার আল-আসাদের অনুগত বাহিনী৷ এবার সিরিয়া সীমান্তের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাগিয়েছে বিদ্রোহীরা৷ লেবাননে হামলা হয়েছে৷ গোলান মালভূমি নিয়েও চলছে তুমুল যুদ্ধ৷

https://p.dw.com/p/18lBt
ছবি: AFP/Getty Images

১৯৬৭ সালে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির বড় একটা অংশ দখল করে নিয়েছিল ইসরায়েল৷ শান্তি রক্ষার জন্য জাতিসংঘের বিশেষ বাহিনী রয়েছে সেখানে৷ সিরিয়ার সীমানার অংশটি বুধবার বিদ্রোহীরা দখল করেছিল৷ দীর্ঘদিন দখলে রাখতে পারবে কিনা এ নিয়ে বার্তা সংস্থাগুলোও সংশয় প্রকাশ করছিল৷

Syrien Kusseir am 5. Juni 2013
এ পর্যন্ত অন্তত ৮০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে সিরিয়াযুদ্ধেছবি: Reuters

অমূলক ছিল না সেই সংশয়৷ বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসাদের অনুগত বাহিনী আবার ওই এলাকার দখল নিয়ে নেয়৷ তবে যুদ্ধ চলছে সেখানে৷ এদিকে পরিস্থিতি উত্তপ্ত দেখে গোলান মালভূমির জাতিসংঘ শান্তি বাহিনী থেকে নিজেদের ৩৮০ জন সেনাকে প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রিয়া৷

মঙ্গলবার বিদ্রোহীদের কাছ থেকে আল কুসাইরের দখল ফিরে পায় সিরিয়ার সেনারা৷ যু্দ্ধের আঁচ অবশ্য সিরিয়ার সীমানার বাইরেও লেগেছে৷ হামলা হয়েছে লেবাননে৷ শারাওনে জেলার বালবেক শহরে দু-দুবার মিসাইল ছোড়া হয় সিরিয়ার ভেতর থেকে৷ শহরটি হেজবোল্লাহ নিয়ন্ত্রিত৷ তাই হামলা বিদ্রোহীরা করেছে বলেই ধারনা করা হচ্ছে, কেননা, ২৬ মাসের যুদ্ধের শুরু থেকেই হেজবোল্লাহ বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে৷

এসিবি/এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য