1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির ধারণা সূচক প্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০১৮

দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআই-এর বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে৷ সংগঠনটি ‘দুর্নীতির ধারণা সূচক ২০১৭’ প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে, আগের বছরের তুলনায় বাংলাদেশে দুর্নীতি কিছুটা কমেছে৷

https://p.dw.com/p/2t8Hf
ছবি: bdnews24.com

মোট ১৮০টি দেশের দুর্নীতির অবস্থা নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে টিআই৷ বিশ্বব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে৷ এসব তথ্যের ভিত্তিতে প্রতিটি দেশকে ১ থেকে ১০০ স্কোরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এতে দেখা যাচ্ছে, এবার বাংলাদেশের স্কোর হয়েছে ২৮৷ গতবছর সেটি ছিল ২৬৷ নীচ (অর্থাৎ খারাপ থেকে ভালো) থেকে বিবেচনা করলে তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭ নম্বরে৷ গতবছর সেটি ছিল ১৫৷ অর্থাৎ বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে৷ উল্লেখ্য, টিআই-এর হিসেবে গড় স্কোর হচ্ছে ৪৩৷

তবে সার্কের আটটি দেশের মধ্যে নীচের দিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান গত পাঁচ বছর ধরে দুই-য়েই আছে৷ অর্থাৎ বাংলাদেশের দুর্নীতির অবস্থা সার্ক দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের তুলনায় ভালো৷

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখা (টিআইবি)-র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার ঢাকায় সূচক প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘ধারণাসূচকে বাংলাদেশ হয়ত দুই ধাপ এগিয়েছে, কিন্তু এটা মোটা দাগে আশার সঞ্চার করে না৷ কারণ, দক্ষিণ এশিয়ায় কেবল আফগানিস্তানের থেকে আমরা এগিয়ে আছি৷ আর এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও নীচের দিক থেকে আমাদের অবস্থান চতুর্থ৷’’

বৈশ্বিক পরিস্থিতি

দুর্নীতি কমাতে সরকারগুলো যথেষ্ট তৎপর নয় বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল৷ গত ছয় বছরে অনেক দেশ দুর্নীতি কমাতে কোনো তৎপরতা দেখায়নি বলেও জানিয়েছে সংস্থাটি৷

এদিকে, টিআই-এর প্রতিবেদন বলছে, দুই-তৃতীয়াংশের বেশি দেশ ৫০-এর নীচে স্কোর করেছে৷ অর্থাৎ, বিশ্বের বেশিরভাগ মানুষ দুর্নীতিগ্রস্ত বলে বিবেচিত দেশে বাস করছে৷ ‘‘এর মানে হচ্ছে, ছয় বিলিয়নের বেশি মানুষ দুর্নীতিগ্রস্ত দেশে আছে,’’ সূচক প্রকাশ অনুষ্ঠানে দেয়া পুস্তিকায় এই কথাটি লেখা ছিল বলে জানিয়েছে জার্মান বার্তা সংস্থা ডিপিএ৷

টিআই-এর সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া৷ এর পরেই আছে সাউথ সুদান, সিরিয়া, আফগানিস্তান, ইয়েমেন, সুদান, লিবিয়া, উত্তর কোরিয়া, গিনি-বিসাউ, ইকুয়েটোরিয়াল গিনি, ভেনেজুয়েলা ও ইরাক৷

আর দুর্নীতি সবচেয়ে কম নিউজিল্যান্ডে৷ এরপর আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, ক্যানাডা, লুক্সেমবুর্গ, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য৷ জার্মানি আছে ১২ নম্বরে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য