1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দাবি

২৩ আগস্ট ২০১৬

নতুন হলের দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গায় আবাসিক হল নির্মাণের দাবিতে আন্দোলন করছেন তাঁরা৷

https://p.dw.com/p/1JnSp
পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ
ফাইল ফটোছবি: DW/M. Mamun

সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল পুলিশের বাধার মুখে পড়ে৷ পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হন৷ শিক্ষার্থীরা তখন স্মারকলিপি জমা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছিলেন৷

শিক্ষার্থীরা বলছেন, একটি মহিলা হলসহ ১৩টি হল থাকলেও সেগুলো প্রভাশালীদের দখলে রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল উদ্ধার বা আবাসন সমস্যা সমাধানের ব্যাপারে আন্তরিক হচ্ছেন না৷

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই হলের দাবিতে আন্দোলনের শুরু সাত বছর আগে৷ এতদিনে কথিত ১৩টি হলের মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে৷ বাকিগুলো কেন উদ্ধার হচ্ছে না, কেন ছাত্রদের আবাসনের উদ্যোগ নেয়া হচ্ছে না – এমন প্রশ্নের উত্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে জানান, ছাত্রী হলের নির্মাণকাজ চলছে৷ তিনি আরো জানান, ২০০৫ সালে স্রেফ রাজনৈতিক সিদ্ধান্তে একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করার কারণেই দেখা দিয়েছে এই সংকট৷ তাঁর মতে, মাত্র সাড়ে সাত একর জায়গায় ২০ হাজার শিক্ষার্থী নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করাই ছিল ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত৷

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মচারী বা শিক্ষকেরও আবাসনের ব্যবস্থা নেই – এ তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরো দাবি করেন, যে ৯টি হলের কথা বলা হচ্ছে সেগুলো মূলত দখল করা হিন্দুদের বাড়ি৷ সেগুলো দখলমুক্ত করার ক্ষেত্রে কিছু সমস্যার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা যথাসম্ভব দূর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে, তবে কাজটি সময়সাপেক্ষ৷

তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তুপক্ষের ওপর আস্থা রাখতে পারছেন না৷

এদিকে মঙ্গলবারও পুরান ঢাকার রাস্তায় অবস্থান নিয়ে হলের দাবিতে আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা৷

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন অনেকেই৷ সাংবাদিক লেখক আনিসুল হক, গণ জাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকারসহ অনেকেই জানিয়েছেন, তাঁরা মনে করেন শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া উচিত৷

আনিসুল হক জানতে চেয়েছেন, ‘‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল কেন থাকবে না?''

আর ড. ইমরান এইচ সরকার লিখেছেন , ‘‘সাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়! আপনাদের আবাসিক হলের দাবীর সাথে একাত্বতা জানাচ্ছি৷ ন্যায্য দাবীর আন্দোলনে দমন-পীড়ন, টিয়ার শেল নিক্ষেপেরও নিন্দা জানাচ্ছি৷ ইতিহাসের শিক্ষা, অধিকার আদায় করে নিতে হয়৷ অধিকার আদায়ের ন্যায্য লড়াইয়ে সংহতি রইলো৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য