1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ির রেপ্লিকা তৈরি যার শখ

১৩ মে ২০২১

অস্ট্রিয়ার একটি বিমা কোম্পানির এজেন্ট মার্টিন হানের শখ বিখ্যাত সব মুভি ও টিভি সিরিজে দেখানো গাড়ির রেপ্লিকা তৈরি করা৷ এভাবে এখন পর্যন্ত এক ডজন গাড়ি তৈরি করেছেন৷ নিজ হাতেই সব কাজ করেন৷ একাজে তাকে সহায়তা করেন তার বান্ধবী৷

https://p.dw.com/p/3tL8A
Wolfsschanze
ফাইল ফটোছবি: DW/David Crossland

‘নাইট রাইডার' টিভি সিরিজে ডেভিড হাসেলহফের চালানো ‘কিট', ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস' ফিল্ম সিরিজের অষ্টম পর্বে দেখানো ‘ডজ আইস চার্জার', ব্যাটম্যান মুভির ব্যাটমবিল ইত্যাদির রেপ্লিকা তৈরি করেছেন হান৷ তিনি বলেন, ‘‘আপনি যখন মুভি কার চালান তখন সেটা অনেকটা, প্রতিদিনের জীবন থেকে একটুখানি ছুটি নেয়ার মতো ব্যাপার হয়৷ তখন নিজেকে একটু বিশেষ কেউ মনে হয়৷ সবাই আপনার দিকে তাকায়৷ আপনার নিজেকে সুপারস্টার মনে হয়৷''

বাস্তব জীবনে মার্টিন হান বিমা কোম্পানির এজেন্ট৷ ১৫ বছর ধরে তিনি মুভি কার নিয়ে কাজ করছেন৷ মাঝেমধ্যে অরিজিনাল গাড়ি কেনেন৷ তবে বেশিরভাগ সময় নিজ হাতে গাড়ি তৈরি করেন৷ হান বলেন, ‘‘বছরের পর বছর একটি গাড়ি নিয়ে কাজ করা এবং তার পেছনে সময় ও অর্থ ব্যয় করার পর যদি আপনি তার ভেতরে বসেন তখন সেটা আপনার কাছে অমূল্য মনে হয়৷''

বান্ধবীর সহায়তায় গাড়ির রেপ্লিকা

হানের তৈরি কিট গাড়ি দেখতে হয়ত টিভিতে দেখানো গাড়ির মতো কথা বলতে পারেনা, কিন্তু দেখতে সেটার মতোই মনে হয়৷ ‘পন্টিয়াক ট্রান্স আম' গাড়িকে কিটে পরিণত করতে মার্টিন হানের কয়েক বছর লেগেছে৷ তিনি জানান, ‘‘সব অংশই হাতে তৈরি৷ আমি নিজে সব মেটাল বাঁকিয়ে জোড়া লাগিয়েছি৷ গাড়ি বানাতে গিয়ে সবচেয়ে কঠিন কাজটি ছিল, সঠিক মাপে সব পার্টস তৈরি করা৷ কারণ গাড়ি তৈরির কোনো নির্দেশনা আপনার কাছে থাকেনা৷ সিরিজে দেখানো গাড়ির স্থির ছবি, স্ক্রিনশট ইত্যাদি দেখে স্কেল দিয়ে মেপে এক্সেল সফটওয়্যারের সহায়তায় আপনাকে কাজ করতে হয়৷''

হান এখন পর্যন্ত স্টিল ও টিন দিয়ে জনপ্রিয় মুভি ও টিভি সিরিজে দেখানো এক ডজনের মতো গাড়ির রেপ্লিকা তৈরি করেছেন৷ প্রতিবছরই সেই সংখ্যা বাড়ছে৷ তার বান্ধবী এই কাজে তাকে সহায়তা করে৷ তিনি বলেন, ‘‘এক্ষেত্রে চ্যালেঞ্জ হলো: সবসময় নতুন কিছু করা ও সীমাবদ্ধতা জয় করা৷ মানুষ সবসময় জানতে চায়, কীভাবে কাজটা করবো তার কোনো পরিকল্পনা আমার আছে কিনা৷ আমি বলি, না৷ আমি শুধু টিন, হাতুড়ি, ওয়েল্ডিং মেশিন আর ফ্লেক্স নিয়ে কাজ শুরু করে দেই৷ তারপর চিন্তা করি, কী করা যায়৷''

এভাবে আশির দশকে ইতিহাস তৈরি করা বিভিন্ন গাড়ির রেপ্লিকা তৈরি করেছেন হান৷ যেমন ‘গোস্টবাস্টার্স' মুভির ক্যাডিলাক, যেটাতে করে খুব দ্রুত মিশনে বেরিয়ে যাওয়া যেত৷ মার্টিন হান বলেন, ‘‘এগুলো আমার ছোটবেলায় দেখা গাড়ি৷ এগুলো তৈরি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা দিয়ে আমি এখন বর্তমান সময়ের গাড়ি বানাচ্ছি৷''

যেমন হান এখন মরিচা ধরা টো ট্রাক ‘হুক' বানাচ্ছেন৷ সঙ্গে, রেসিং কার ‘লাইটনিং ম্যাককুইন' নিয়েও কাজ করছেন৷ ২০০৬ সালের অ্যানিমেটেড ফিল্ম ‘কারস'-এ এই দুই চরিত্রকে সেরা বন্ধু হিসেবে দেখা গেছে৷

মার্টিন হানের ছেলেরাও এই দুই চরিত্রের ফ্যান৷ তিনি বলেন, ‘‘আমার দুই ও চার বছরের দুটি ছেলে আছে৷ তারা ‘লাইটনিং ম্যাককুইন' আর ‘কারস' এর ফ্যান৷ আমার তৈরি আগের মুভি কারগুলোর সঙ্গে আমার ছেলেদের ইমোশনাল কোনো যোগাযোগ নেই৷ আমি চাই ছেলেদের মধ্যে গাড়ির প্রতি ভালোবাসা জন্মাক৷ তাই আমি গাড়ি তৈরি করি৷''

হানের তৈরি বেশিরভাগ রেপ্লিকারই রাস্তায় চলাচলের অনুমিত নেই৷ কিন্তু এগুলোর মাধ্যমে তিনি অস্ট্রিয়ায় তার এলাকা গ্রাফেনস্লাগে হলিউডের একটু অনুভূতি নিয়ে আসতে পারেন৷

গেয়ারহার্ড সনলাইটনার/জেডএইচ