1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
মিডিয়া

জন্ম প্রক্রিয়া বোঝাতে বেলুন ও পিংপং বল

৯ নভেম্বর ২০১৭

ঠিক কী প্রক্রিয়ায় একজন মা তীব্র ধাক্কায় সন্তান প্রসব করেন, সেটা বোঝাতে একটি টিউটোরিয়ালে ব্যবহৃত হয়েছে বেলুন ও পিংপং বল৷ ইউটিউবে ইতিমধ্যেই হৈচৈ ফেলে দিয়েছে ভিডিওটি৷

https://p.dw.com/p/2nKTn
Illustration - Vakuumextraktion
ছবি: Imago/StockTrek Images

লিজ চালমার নামের এক নারী নিজের ভাগনিকে বাচ্চা জন্মের প্রক্রিয়া বোঝাতেই এই টিউটোরিয়ালটি তৈরি করেন৷ হাতের কাছের সাধারণ ক'টি জিনিস দিয়ে অতি সহজে জন্ম প্রক্রিয়ার মতো কঠিন একটা বিষয় বোঝানো হয়েছে এর মাধ্যমে৷

ভিডিওতে দেখানো হয়, কীভাবে জরায়ুর আশেপাশে কন্ট্রাকশান হলে তা বার্থ ক্যানেল খুলতে পারে না৷ অন্যদিকে, জরায়ুর উপরের অংশে কন্ট্রাকশান হলে তা বাচ্চা জন্ম দিতে সাহায্য করে৷ আর এ প্রক্রিয়াটিই তুলে ধরা হয়েছে ভিডিওটিতে৷

ভিডিওটি মাত্র ১২ দিনেই দেখেছেন প্রায় আড়াই লাখ মানুষ৷

যুক্তরাষ্ট্রের সিয়াটলের একটি হাসপাতালে কর্মরত লিজের এ ভিডিওটি শিশুর জন্ম প্রক্রিয়ার কঠিনতম অংশটিকে সম্ভাব্য বাবা-মায়ের কাছে উপস্থাপন করেছে খুব সহজেই৷ 

সামাজিক যোগাযোগের মাধ্যমে যাঁরা ভিডিওটি দেখেছেন, তাঁরা লিখেছেন যে এত সহজ করে এ বিষয়টি এর আগে কেউ বোঝাতে পারেনি৷ মাত্র দু'সপ্তাহেই ভিডিওটি শেয়ারও হয়েছে প্রায় ২৫ হাজার বার৷ লিজ চালমার নিজেও চমকে গেছেন সাধারণ এ ভিডিওটির অসাধারণ সাড়া পাওয়ার ঘটনায়৷ নিজের ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘‘আমার ভাবনার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে ভিডিওটি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য