1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জমাট, জমজমাট খেলা হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

১২ মার্চ ২০১১

আজ শনিবার নাগপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা ‘ডার্বি’-তে কি হবে? ভাষ্যকাররা বলছেন, বিশ্বের এক নম্বর ব্যাটিং ইউনিট বনাম এক নম্বর বোলিং ইউনিটের সংঘর্ষের কথা৷ ব়্যাঙ্কিং’এও তারা এক এবং দুই৷

https://p.dw.com/p/10XwP
দ্য লিটল মাস্টার ইজ গ্রেটছবি: UNI

দক্ষিণ আফ্রিকা এই বিশ্বকাপে তাদের স্পিনারদের দিয়ে বোলিং শুরু করেছে বটে, কিন্তু সেটা নাকি শুধু তাদের দলের মতিগতি যা'তে ঠিক বোঝা না যায়, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করার মতলবে - বলেছেন ক্যাপ্টেন গ্রেম স্মিথ৷ ডেল স্টেইন এবং মর্নে মর্কেল'এর মতো ক্ষিপ্র গতিবেগের পেসার থাকতেও দক্ষিণ আফ্রিকার তিনটি ম্যাচের মধ্যে দু'টিতে নতুন বল গেছে জোহান বোথা এবং রবিন পিটারসন, এই দুই স্পিনারের হাতে৷ সাথে রাখা হয়েছে একজন পেসার৷ এবং আরো বড় কথা, এ' ওষুধে কাজও হয়েছে৷ নয়তো পাকিস্তানে যার জন্ম, সেই স্পিনার ইমরান তাহির এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার সেরা উইকেট-শিকারী হতে পারতেন না৷

ওদিকে ডেল স্টেইন যে গত টেস্ট সিরিজে খোদ সচিন তেন্ডুলকরকে ‘স্লেজিং' করেন, তা' নিয়ে এখনও হাওয়া গরম হচ্ছে - যদিও স্টেইন স্বয়ং লিখেছেন যে, ধোনিদের সমালোচনা তাকে অবাক করেছে৷

Südafrika Cricket Dale Steyn
ডেল স্টেইনের ডেলিভারিছবি: AP

খেলার ব্যাপারে কিন্তু ভারতীয় স্কিপার ধোনির পরিকল্পনা অতি সহজ: ওপেনার বীরেন্দর শেহবাগ এবং তেন্ডুলকরকে যতোক্ষণ সম্ভব ক্রিজে থাকতে হবে৷ ভালো সূচনার গতিবেগ নিয়ে তারপর মাঝের এবং শেষের ব্যাটিং অর্ডার তাদের বিস্ফোরণ ঘটাবে৷ এটা ধোনির আশাই, কেননা বিশ্বকাপে সেহবাগ-তেন্ডুলকর জুটির সর্বোচ্চ রান এখনও ৬৯ ছাড়াতে পারেনি৷ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একস্ট্রা পেসার নেওয়ার ব্যাপারটারও নাকি এ'পর্যন্ত কোনো নিষ্পত্তি হয়নি৷

এ'দিকে সেহবাগ-তেন্ডুলকর, ও'দিকে ডে ভিলিয়ার্স, হাশিম আমলা৷ ভারতের মিডল অর্ডারে গৌতম গম্ভীর এবং ভিরাট কোহলি ও'দিকের গ্রেম স্মিথ, ডুমিনি 'র চেয়ে অনেক ভালো ফল করেছেন৷ সবশেষে, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের বুড়ো আঙুল সারছে, কিন্তু ভারতের জাহির খান টপ ফর্মে৷ কাজেই, সব মিলিয়ে, এ খেলা জমবে না তো কোন খেলা জমবে?

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়