1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার মুখোমুখি শোয়েব-শেবাগ

৮ ফেব্রুয়ারি ২০১৮

হ্যাঁ, শিরোনাম ঠিকই পড়েছেন৷ সুইজারল্যান্ডে জমে যাওয়া একটি লেকের উপর বৃহস্পতি ও শুক্রবার ক্রিকেট খেলবেন শোয়েব আখতার, বীরেন্দ্র শেবাগসহ অনেক সাবেক ক্রিকেট তারকা৷

https://p.dw.com/p/2sHAT

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৮০০ মিটার উঁচুতে অবস্থিত অভিজাত আল্পাইন রিসোর্ট শহর সেন্ট মরিৎসে ‘আইস ক্রিকেট’ অনুষ্ঠিত হবে৷ জমে যাওয়া লেকের উপর খেলা হবে বলে এর এমন নাম দেয়া হয়েছে৷ লেকের পানি জমে তৈরি হওয়া বরফের পুরুত্ব এত বেশি থাকে যে, সেটি ২০০ টন পর্যন্ত ভার বহন করতে পারে বলে আয়োজকরা জানিয়েছেন৷

পূর্বাভাস বলছে, এই দু'দিন খেলা চলার সময়ে তাপমাত্রা থাকবে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো৷ হালকা তুষারও পড়ার কথা৷ অর্থাৎ কাবু হয়ে যাওয়ার মতো ঠান্ডায় সাবেক ক্রিকেট তারকারা লেকের উপর দৌড়ে বেড়াবেন৷

150 Jahre St. Moritz
সেন্ট মরিৎসের জমে যাওয়া লেকে নিয়মিত হর্স রেস অনুুষ্ঠিত হয়ছবি: S. Stroncik

কারা খেলবেন? এই দু'দিনে একটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য দুটো দল গঠন করা হয়েছে৷ একটির নাম বাডরুটস প্যালেস ডায়মন্ডস, আরেকটি রয়্যালস৷ ডায়মন্ডস দলে খেলবেন ভারত, শ্রীলংকা, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড়রা৷ এঁরা হচ্ছেন বীরেন্দ্র শেবাগ (অধিনায়ক), জহির খান, মোহাম্মদ কাইফ, লাসিথ মালিঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, অজিত আগারকার, তিলকরত্নে দিলশান, মাইকেল হাসি, অ্যান্ড্রু সাইমন্ডস, মিথুন মানহাস, রমেশ পাওয়ার ও রোহান জৈন৷

আর রয়্যালস দলে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা৷ এঁরা হলেন শহীদ আফ্রিদি (অধিনায়ক), শোয়েব আখতার, জ্যাক ক্যালিস, ডেনিয়েল ভেট্টরি, আব্দুল রাজ্জাক, নাথান ম্যাককালাম, গ্রায়েম স্মিথ, গ্র্যান্ট এলিয়ট, মন্টি পানেসার, ওয়েসিস শাহ, ম্যাট প্রায়র ও আয়দান অ্যান্ড্রস৷

প্রতিযোগিতার মেন্টর হিসেবে সেন্ট মরিৎসে উপস্থিত থাকবেন ওয়াসিম আকরাম৷

ক্রিকেটাররা উচ্ছ্বসিত

বীরেন্দ্র শেবাগ আইস ক্রিকেটে অংশ নেয়া নিয়ে বেশ উচ্ছ্বসিত৷ তিনি মনে করছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ক্রিকেট সমর্থকদের নতুন কিছু দিতে সমর্থ হবে আইস ক্রিকেট৷ জয়াবর্ধনে আইস ক্রিকেটকে ‘ক্রিকেটের নতুন উদ্ভাবন’ বলে আখ্যায়িত করেছেন৷

শোয়েব আখতার টুইট করে সবাইকে টুর্নামেন্টটি দেখার আহ্বান জানিয়েছেন৷ বিরল ও বিশেষ কিছু দেখতে চাইলে তা দেখা উচিত বলে লিখেছেন তিনি৷

এরপর সেন্ট মরিৎসে পৌঁছে ওয়াসিম আকরামসহ একটি ছবি পোস্ট করেছেন৷

শহীদ আফ্রিদিও একটি আকর্ষণীয় প্রতিযোগিতা আশা করেছেন৷

সেন্ট মরিৎসের কথা

ডাউনহিল স্কিয়িংয়ের জন্মভূমি বলা হয় সেন্ট মরিৎসকে৷ স্কি ছাড়াও ববশ্লেডিং, স্নোবোর্ডিং এমন সব শীতকালীন খেলাধুলার জন্য বিখ্যাত এই শহর৷ এখন পর্যন্ত দু'বার শীতকালীন অলিম্পিকের আয়োজন হয়েছে সেখানে৷ এছাড়া চারবার আল্পাইন স্কিয়িংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে সেন্ট মরিৎস৷ সেখানকার জমে যাওয়া লেকে নিয়মিত হর্স রেস, পোলো এসবের আয়োজন করা হয়৷ ২৫ বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশদের উদ্যোগে সেখানে ক্রিকেটও খেলা হচ্ছে৷ তবে এবারই প্রথম বিশ্বের সেরা ক্রিকেটাররা এতে অংশ নিচ্ছেন৷

জেডএইচ/এসিবি (সেন্ট মরিৎস আইস ক্রিকেট)

ডয়চে ভেলের অনুরোধে ২০১৬ সালের এপ্রিলে আকরাম খানের নির্বাচন করা বাংলাদেশের সেরা একাদশ নিয়ে ছবিঘরটি দেখুন..