1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্জ ওয়াশিংটনের ভূমিকায় আমিরকে দেখতে চান আশা

৭ জুলাই ২০১০

তিনি নাকি এ বছর কোন ছবিই করবেন না৷ বলেও দিয়েছেন এই কথা৷ কিন্তু সবার ক্ষেত্রে কি এ সব কথা মানায়? বলছিলাম বলিউডের অভিনেতা আমির খানের কথা৷ এ বছর না হোক আগামী বছরে কিন্তু তাঁকে ছবি করতেই হবে, এমনটাই বলছেন তাঁর ভক্তরা৷

https://p.dw.com/p/ODA1
বলিউড অভিনেতা আমির খানছবি: AP

আমির জানিয়েছেন, আগামী বছর মারাঠি ভাষায় তিনি ছবি করবেন৷ শুধু মারাঠি ভাষায়ই নয়, বেশ কিছু আঞ্চলিক ভাষায়ও তাঁর কাজ করার ইচ্ছা রয়েছে৷ তাঁর এই ইচ্ছের কথা তো ইচ্ছে দেবীও জানেন! কিন্তু গানের পাখি আশা ভোসলে এক ধাপ এগিয়ে বলছেন, কেবল সস্তা জনপ্রিয় ছবি করলেই হবে না, আমিরকে যেতে হবে আরও অনেক দূর৷ বিশেষ করে তাঁকে দৌঁড়াতে হবে অস্কারের জন্য৷ আর ভারতীয় কাহিনী নিয়ে তৈরি ছবি স্লামডগ মিলিয়নিয়র অস্কার জয়ের পর ভারতীয় ছবির জগতে এই ধারা তো অব্যাহত রাখাতে হবে! অবশ্য আশা ভোসলের মাথায় একটি আইডিয়াও বেশ ঘুরপাক খাচ্ছে৷ তিনি বলছেন, আমির যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ভূমিকায় অভিনয় করেন, মানে ঐ প্রেসিডেন্টকে নিয়ে যদি ছবি বানানো হয়, তাহলে বেশ হবে৷

অবশ্য অস্কারের দৌঁড়ে কিন্তু বেশ এগিয়েই আছেন আমির৷ ‘লগান' কিংবা ‘তারে জামিন পার' ছবিতে অসাধারণ অভিনয়ের পর তার কাছে এই আশা করাটা কি বাড়াবাড়ি হবে? তা একেবারেই নয়৷

আশা ভোসলের কথায়, বিদেশি পরিচালকরা ভারতীয় কাহিনীর উপর ভর করে বেশ পুরস্কার জিতে নিচ্ছে, এমন কি অস্কারও৷ তাহলে ভারতীয় অভিনেতা বা পরিচালকরা কেন তা পারবেন না৷ তারা এবার বিদেশী কাহিনীর উপর ছবি বানিয়ে জিতে নিক পদক, তাহলে বেশ হয়৷

তবে শুরুতে যা বলা হয়েছিল, যে এ বছর আমির কোন নতুন ছবি করবেন না, এর ফলে কি তাঁর ভক্তরা মন খারাপ করবেন? না, মন খারাপের কোন কারণ নেই৷ কারণ, বর্তমানে আমির খানের সংস্থার তিনটি ছবির কাজ চলছে৷ ধোবি ঘাট, দিল্লি বেলি ও পিপলি লাইভ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক