1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্ডানের জল সঙ্কট মেটাচ্ছে জার্মানি

২২ অক্টোবর ২০১০

রাতে শীত, দিনে গরম৷ সেই বৈরী আবহাওয়ার মধ্যে আরেক সমস্যা পানি৷ বলছি জর্ডানের রাজধানী আম্মানের কথা৷ কিন্তু সেই পরিস্থিতি পাল্টাচ্ছে৷ কি করে?

https://p.dw.com/p/PkvI
Neuanpflanzen von Palmen
জর্ডানের একটি খেজুর বাগানছবি: GTZ/Andreas König

আম্মানের প্রতিটি বাড়িতেই কেন্দ্রীয়ভাবে নির্মিত পানির পাইপের সংযোগ আছে৷ কিন্তু সেই পাইপে যৎকিঞ্চিৎ জলও চুঁইয়ে পড়ে না! সুপেয় পানি কিংবা কাপড় ধোওয়ার পানির বেশ সঙ্কট সেখানে৷ প্রতিটি বাড়ির ছাদের দিকে তাকালে তাই দেখা যাবে বড় বড় জলাধার৷ প্রতিটি বাড়িতে সপ্তাহের একদিন পানি নিয়ে আসে লরি, সেই লরি আবার আসে অনেক দূর থেকে৷ সেই পানি ভরে রাখা হয় জলাধারে৷ তারপর আবারো অপেক্ষা পরের সপ্তাহের নির্দিষ্ট সেই দিনের জন্য৷

আম্মান শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উপরে অবস্থিত৷ তাই সেখানে ভূ-গর্ভস্থ পানি পাওয়া যায় না একেবারেই৷ ফলে ভরসা দূরের জর্ডান ভ্যালির উপর৷ সেখানেই পাম্প দিয়ে পানি তুলে তা লরিতে ভরে সরবরাহ করা হচ্ছে৷ মানুষের প্রয়োজন মেটাতে সেই উপত্যকায় বসানো হয়েছে বেশ কয়েকটি বিদ্যুৎ চালিত পানির পাম্প৷ দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১৪ ভাগই ব্যয় হচ্ছে এই সব পাম্প চালানোর কাজে৷ উপত্যকার এই পাম্পগুলো অতিপুরানো৷ আর পুরানো বলে এগুলো থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমনের মাত্রাও খুব বেশি৷ আপনাদের জানা আছে তো বিশ্বের জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী এই সিওটু বা কার্বন ডাই অক্সাইড৷

17.05.2010 DW-TV Global 3000 jordanien 1
কাজ করছেন জার্মান প্রকৌশলীরা

কিন্তু এই অবস্থা তো বেশি দিন ধরে চলতে দেওয়া যায় না, তাই এগিয়ে এসেছে জার্মানির প্রযুক্তি সহযোগিতা সংস্থা জিটিজেড৷ এই প্রতিষ্ঠানের সহযোগিতায় পাল্টে ফেলা হচ্ছে পুরানো পাম্পগুলো৷

নতুন পাম্পগুলো স্থাপন করার কাজ সম্পন্ন হলে বছরে ১৫ হাজার টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমবে, জানালেন জিটিজেড-এর প্রকল্প পরিচালক ডিয়েটার রথেনব্যার্গার৷

‘আমরা নতুন ভিত্তি প্রস্তর স্থাপন করেছি৷ কাজও শুরু করে দিয়েছি৷ কেবল জ্বালানি সাশ্রয়ই নয়, এই পাম্প কারিগরি দিক থেকেও আধুনিক, সেই সঙ্গে এ থেকে সেবাও পাওয়া যাবে অধিক৷ যদি আপনার ব্যবসায়িক সহযোগীর সন্তুষ্টি চান, তাহলে আমাকে বলতেই হবে, সে ক্ষেত্রে এই প্রকল্প হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ৷'

17.05.2010 DW-TV Global 3000 jordanien 3
পানির জলাধার

ইতিমধ্যে সেখানে কয়েকটি পাম্প স্থাপনের কাজ শেষও হয়েছে৷ এর মধ্যে একটি অবস্থিত বাকোরা এলাকায়৷ এই পাম্প থেকে এখন ৫০ হাজার মানুষের পানির যোগান দেয়া হচ্ছে৷ জার্মান প্রযুক্তিতে নির্মিত এই পাম্প৷ এক কথায় বলা চলে পুরো পাম্পটিকেই জার্মানি থেকে উড়িয়ে নেয়া হয়েছে জর্ডানে৷

মরুভূমিতে পানির যোগান দেয়া এতটা সহজ নয়৷ কৃষিকাজে জর্ডান সরকার এখনো তাদের পুরানো পাম্প দিয়েই পানি সরবরাহ করছে৷ কিন্তু কৃষকদের অভিযোগ, এই পানি এতটাই নোংরা যে তা ব্যবহারের অনুপযোগী৷ তাই অনেক কৃষককেই বসাতে হচ্ছে ছোট প্ল্যান্ট৷

জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা দ্য লেটেস্ট ইন্টারন্যাশনাল প্যানেল ধারণা করছে, বৃষ্টিপাত হ্রাস এবং তাপমাত্রা বৃদ্ধি এ দুই রকম সংকটের মুখোমুখি হচ্ছে মধ্যপ্রাচ্য৷ এ অবস্থায় জর্ডানের মতো দেশের পরিণতি হবে আরো খারাপ৷ পানির স্বল্পতা এবং আরো মরুকরণ হওয়ার প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে এ দেশগুলো৷

আম্মানের অধিবাসীরা অবশ্য আশা করছেন, তাদের পানির সমস্যার দিন শেষ হতে যাচ্ছে৷ আর সেই সময় হয়তো খুব কাছে৷

জাতিসংঘ জানাচ্ছে, বর্তমান শতকের মাঝামাঝি পৃথিবীর জনসংখ্যার বিরাট একটি অংশ পানি সঙ্কটের মধ্যে পড়বেন৷ ৪৮টি দেশের ২০ কোটি মানুষ অন্তত পানির অভাবে কঠিন জীবনের মুখোমুখি হবে৷ যদি জনসংখ্যা এবং অন্যান্য ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নেয়া না যায় তাহলে এই সঙ্কাটাপন্ন মানুষের সংখ্যা হবে ৬০টি দেশে অন্তত ৭০ কোটি৷ প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন হলে আরও ২০ শতাংশ মানুষ এই সংকটাপন্নের তালিকায় যুক্ত হবে৷ আর্দ্র অঞ্চলসমূহে বৃষ্টির পরিমাণ আরো কমে যাবে৷ অব্যাহত পরিবেশ দূষণ এবং জলের উষ্ণতা বৃদ্ধির ফলে বিশুদ্ধ পানির মানেরও অবনতি ঘটবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক