1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ঋতু-প্রকৃতি

২৪ এপ্রিল ২০১১

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য পাল্টে যাচ্ছে৷ অসময়ে বৃষ্টি হচ্ছে৷ আবার সময়ে বৃষ্টির দেখা পাওয়া ভার৷ শীতও তার প্রচলিত সময়ের নিয়ম মানছে না৷ আর তার প্রভাব পড়ছে কৃষি অর্থনীতিসহ পুরো জীবন যাত্রায়৷

https://p.dw.com/p/113Ky
মানুষের কাজ, কিন্তু প্রকৃতির দানছবি: DW/Swapan

কৃষি আবহাওয়াবিদ শামীম আহসান ভুইয়া জানান, আগে সুপার সাইক্লোন কমপক্ষে ৩০ বছর পর পর হত৷ কিন্তু এখন তা কয়েক বছরের ব্যবধানেই হচ্ছে৷ গত ৩০ বছরে বৃষ্টির যে ধরণ ছিল গত কয়েক বছরে তার পরিবর্তন লক্ষণীয়৷

ড. আইনুন নিশাত গত বছরের উদাহরণ দিয়ে বলেন, ২০১০ সালে এই পরিবর্তনের প্রবণতা ছিল লক্ষণীয়৷ বৃষ্টি তার প্রচলিত মৌসুমি চরিত্র অনুযায়ী হয়নি৷ যখন কম হওয়ার কথা তখন বেশি হয়েছে৷ আর যখন বেশি হওয়ার কথা তখন কম হয়েছে৷ যা আবহাওয়ার অস্বাভাবিক আচরণেরই প্রমাণ৷

কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হাসান জানান, চলতি বছরের গত দুই মাসে যত বৃষ্টিপাত হওয়ার কথা তার চেয়ে ৬০ ভাগ কম হয়েছে৷ যা ধান উৎপাদনের ওপর প্রভাব ফেলবে৷

আর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা রাগিব হাসান জানান, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও পানির লবণাক্ততা ২০০ ভাগ বেড়ে গেছে৷ যা কৃষি উৎপাদনে প্রভাব ফেলছে৷

তাঁরা জানান, জলবায়ুর এই পরিবর্তন চলতে থাকলে বাংলাদেশের প্রকৃতি থেকে কোন কোন ঋতু হারিয়ে যেতে পারে৷ আবার কোন কোন ঋতু দীর্ঘায়িত হতে পারে৷ আর এতে কৃষি উৎপাদন ব্যাহত হলে দেখা দিতে পারে খাদ্য সংকট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই