1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতির মুখে দক্ষিণ এশিয়া

২০ অক্টোবর ২০১০

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে রয়েছে দক্ষিণ এশিয়া৷ দেশের বিবেচনায় সবচেয়ে হুমকির মুখে বাংলাদেশ৷ এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ভারত, নেপাল চতুর্থ, আফগানিস্তান অষ্টম এবং পাকিস্তান রয়েছে ১৬তম অবস্থানে৷

https://p.dw.com/p/PiQ5
Bangladesh, flood, বাংলাদেশ, জলবায়ু, পরিবর্তন
সবচেয়ে হুমকির মুখে বাংলাদেশছবি: Sophie Tarr

১৭০ টি দেশের উপর পরিচালিত সমীক্ষায় পাওয়া গেছে এই চিত্র৷ ব্রিটিশ প্রতিষ্ঠান মেপলক্রফ্ট ‘জলবায়ু পরিবর্তন ঝুঁকি সূচক' শীর্ষক সমীক্ষাটি প্রকাশ করেছে বুধবার৷ সমীক্ষাটিতে ১৬টি দেশের তালিকা করা হয়েছে, যেগুলো আগামী ৩০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে ‘চরম' ঝুঁকির মধ্যে পড়বে৷ এই ১৬টি দেশের মধ্যে পাঁচটি দেশই দক্ষিণ এশিয়ার৷ মূলত বন্যা, খরা, ঝড় এবং সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির ফলেই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এসব দেশ৷ এর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে যাওয়ার কারণ হচ্ছে – এটি একদিকে সর্বোচ্চ খরা এবং অন্যদিকে সবচেয়ে বেশি দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়বে৷

এই সমীক্ষা অনুযায়ী, ‘উচ্চ' ঝুঁকির মুখে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে ৪৯তম অবস্থানে চীন, ৮১তম অবস্থানে ব্রাজিল এবং ৮৬তম অবস্থানে জাপান৷ এছাড়া ‘মধ্যম' ঝুঁকির মধ্যে থাকা দেশসমূহের তালিকায় রয়েছে ১১৭তম অবস্থানে রাশিয়া, ১২৯তম অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, ১৩১তম অবস্থানে জার্মানি, ১৩৩তম অবস্থানে ফ্রান্স এবং ১৩৮তম অবস্থানে যুক্তরাজ্য৷ ‘সবচেয়ে কম' ঝুঁকির মধ্যে থাকা ১১টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে৷ এই তালিকায় নেদারল্যান্ডস ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো রয়েছে যারা ইতিমধ্যে তাদের নিম্নাঞ্চলকে বাঁচাতে যথেষ্ট প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে৷

মেপলক্রফ্ট এর পরিবেশ বিশ্লেষক আনা মস বলেন, ‘‘এ ব্যাপারে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা এবং হার দু'টোই বাড়ছে৷'' তিনি আরো বলেন, ‘‘অতি সামান্য পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিই মানব পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে৷ এর ফলে পানির অভাব, শস্য উৎপাদন হ্রাস, রোগ-বালাই বৃদ্ধি এবং সমুদ্রতলের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে ভূমি হ্রাসের মতো ঘটনা ঘটতে পারে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য