1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘে কক্ষত্যাগ হিলারি ও অন্যদের

৪ মে ২০১০

নিউ ইয়র্কে চলতি জাতিসংঘ সম্মেলনে ইরানের সঙ্গে বিতর্কে জড়িয়ে গেল যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের মতে, ইরানকে অবিলম্বে তাদের কৃতকর্মের সাফাই দিতে হবে৷

https://p.dw.com/p/NDkm
ছবি: WILLIAM B. PLOWMAN, MEET THE PRESS

জাতিসংঘে চলতি আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র প্রসার রোধ বা এনপিটি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আবার নতুন বিতর্কের জন্ম দিলেন৷ আহমাদিনেজাদের আক্রমণাত্মক বক্তৃতার মাঝপথে সভাত্যাগ করে চলে যান মার্কিন, ব্রিটিশ, ফরাসি, জার্মান প্রতিনিধি সহ অন্যান্য পাশ্চাত্ত্যদেশের প্রতিনিধিরা৷ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বিষয়ে মন্তব্য করতে গিয়ে আহমাদিনেজাদ বলেছেন, পারমাণবিক অস্ত্রের মালিকানা কোন গর্বের বিষয় নয় বরং তা ‘অত্যন্ত বিরক্তিকর' এবং ‘লজ্জাজনক'৷ জাতিসংঘের উচিত যুক্তরাষ্ট্রের মত যেসব দেশ পারমাণবিক হামলার হুমকি দিয়ে বেড়ায় তাদের শাস্তি দেওয়া৷

আহমাদিনেজাদের ভাষণের প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, ইরানের প্রেসিডেন্টের বক্তব্যের মধ্যে কোন নতুন কথা নেই৷ তিনি সেই একই ‘ক্লান্তিকর' আর ‘ভিত্তিহীন' কথাবার্তা বলে চলেছেন৷ তাঁর কথা অনেকসময় ‘বন্য' বলেও মন্তব্য ক্লিন্টনের৷ হিলারি ক্লিন্টন উল্টে পাল্টা আক্রমণ শানিয়েছেন ইরানের উদ্দেশ্যে৷ বলেছেন, জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি নজরদারি সংস্থার সঙ্গে ঠিকমত সহযোগিতা করছে না ইরান৷ ইতিমধ্যেই তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে কোণঠাসা হয়ে আছে৷ এবং আরও কড়া নিষেধাজ্ঞা যে তাদের ওপর আরোপ করতে পারে আন্তর্জাতিক মহল তেমন ইঙ্গিত দিতেও ভোলেন নি ক্লিন্টন৷ তিনি আরও বলেন, ইরানের মত সমস্যা সৃষ্টিকারী দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক মহলকে একজোট হতে হবে৷

আহমাদিনেজাদের বক্তৃতায় শুধু যে অ্যামেরিকার পারমাণবিক অস্ত্র প্রসঙ্গই উঠে এসেছে তা নয়, তিনি সমালোচনা করেছেন ইসরায়েলেরও৷ তাঁর বক্তৃতার যে অংশে ইসরায়েলের সমালোচনা করে তিনি বলতে শুরু করেন মার্কিন মদতপুষ্ট ইসরায়েলও তাঁর দেশকে পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে, তখনই একসঙ্গে কক্ষত্যাগ করেন পাশ্চাত্ত্যের প্রতিনিধিরা৷

জাতিসংঘের এই আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার জানায়, তাদের হাতে মোট ৫,১১৩ টি পারমাণবিক অস্ত্র এই মুহূর্তে রয়েছে৷ প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্র প্রসার রোধের এই চলতি সম্মেলনে এনপিটি চুক্তিতে স্বাক্ষর করা মোট ১৮৯ টি দেশ অংশ নিচ্ছে৷আলোচনা চলছে কীভাবে এই চুক্তিকে বাস্তবায়িত করা যায় তার বিভিন্ন দিক নিয়ে৷ প্রসঙ্গত, পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া স্বত্ত্বেও পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে নি এমন দেশের তালিকায় রয়েছে উত্তর কোরিয়া, ইসরায়েল পাকিস্তান এবং ভারত৷

প্রতিবেদক: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম