1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জাতীয় ইস্যুতে দুই নেত্রীর এক থাকা প্রয়োজন’

১৯ ডিসেম্বর ২০১০

দেশের কল্যাণে আবারো দুই নেত্রীকে এক সুরে ঐক্যবদ্ধভাবে কথা বলার আহ্বান জানিয়েছেন প্রবীণ আইনজীবী রফিকুল হক৷ আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, রাজনীতিবিদদের ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন৷

https://p.dw.com/p/QflF
Sheikh, Hasina, Bangladesh main, opposition, leader, Prime Minister, Bangladesh, Nationalist, Party, BNP, Chairperson, Khaleda, Zia , Dhaka, বাংলাদেশ, হাসিনা, খালেদা, রাজনীতি, ঢাকা
ছবি: AP/DW

ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাইনাস টু ফর্মুলার ব্যর্থতা সুপার টু-এর উত্থান ঘটিয়েছে৷ দু'টি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাই এখন অনেক প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের বিদায় নিতে হচ্ছে৷

একই অনুষ্ঠানে ব্যারিস্টার রফিকুল হক বলেন, দুই নেত্রীকে দেশের কল্যাণে একই ভাষায় কথা বলতে হবে৷ জাতীয় ইস্যুতে তাঁদের মধ্যে ঐকমত্য থাকতে হবে৷ বন্ধ করেতে হবে পরস্পরের প্রতি বিষোদগার৷

ঢাকায় ভিন্ন আরেকটি অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হবিবুর রহমান বলেছেন, রাজনীতিবিদদের ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন৷ তাঁরা নিজেদের স্বার্থ আদায়ে, বেতন-বাতা বাড়াতে ঐক্যবদ্ধ৷ কিন্তু জনগণের স্বার্থের দিকে খেয়াল নেই৷ তিনি বলেন, নির্বাচনে যতদিন পরাজয়ের ভয় থাকবে ততদিন নির্বাচনে জোর জবরদস্তি চলতেই থাকবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই